‘উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল’, মুকুলের মুখে উলোট পুরাণ!

‘উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল’, মুকুলের মুখে উলোট পুরাণ!

 

কৃষ্ণনগর: তৃণমূলের অফিসে বসে বিজেপির জয়গান গাইলেন মুকুল রায়৷ তাহলে কি এখনও তিনি মোদীর লোক? শুক্রবার নদিয়ায় মুকুল রায়ের বক্তব্যকে ঘিরে সামনে এসেছে এই প্রশ্ন৷ যদিও রাজনৈতিক মহলের মতে, পিএসি বিতর্ক থেকে বাঁচতে এবং বিধায়ক পদ বাঁচাতেই এই কৌশল নিয়েছেন ‘রায় সাহেব’৷

মুকুল রায় বলেন, ‘‘বিজেপির একজন প্রতিনিধি হিসাবে বলতে পারি, উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে।’’

উপ নির্বাচন নিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের এহেন মন্তব্যকে কেন্দ্র করে স্বভাবতই একাধিক প্রশ্ন উঠেছেষ তৃণমূলে যোগ দান করলেও তিনি কি এখনও বিজেপির লোক? এদিন তৃণমূলের সাংগঠনিক কাজে নদিয়ায় কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। প্রথমে তিনি কৃষ্ণনগর বেলডাঙ্গার দলীয় কার্যালয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর কৃষ্ণনগর পৌরসভায় গেলে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়। উপ নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি একজন বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত হবে। বিজেপি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে।’’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইতিমধ্যেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছে বিজেপি শিবির৷ রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পাশাপাশি আদালতেও গিয়েছে টিম শুভেন্দু৷ তারই পাল্টা হিসেবে তৃণমূলে থেকে মুখে বিজেপির কথা বলে কৌশলী আইনি প্যাঁচ এড়াতে চাইছেন ‘রায় সাহেব’৷

পদ্ম শিবির থেকে ঘটা করে জোড়া ফুল শিবিরে যাওয়ার পর থেকে বিজেপির প্রধান নিশানা হল মুকুল রায়। কারণ, বিজেপি জানতে চায় যে, তাঁদের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হওয়া রায়সাহেব কাকে ভোটদিচ্ছেন? কারণ, তৃণমূলে যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় এমনকিবিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মুকুল রায়কে বিজেপির সদস্য প্রমাণে ব্যস্ত। মুকুলবাবু বর্তমানে পিএসির চেয়ারম্যান। ওই পদে বিরোধী দলের কোনও বিধায়ককেই বসানো হয়, কিন্তু তৃণমূল মোক্ষম চাল দিয়ে সেখানে মুকুল রায়কে বসিয়ে তাঁকে বিজেপির সদস্য বলেই আখ্যা দিয়ে চলেছে।আর এই দোলাচলের মধ্যেই কৃষ্ণনগরে একবার বিজেপি আর একবার তৃণমূলের হয়ে কথা বলে ফেললেন মুকুল রায়, যা নিয়ে দলের অন্দরেই গুঞ্জন বেশ জোড়ালো হচ্ছে, বিস্মৃতি না বিধায়ক পদ বাঁচাতে নয়া কৌশল মুকুলের? তুঙ্গে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =