কলকাতা: ফের বিতর্কে ‘জনসন অ্যান্ড জনসন’ –এর বেবি পাউডার। জনসনের পাউডারে মিলল অ্যাসবেস্টস৷ এই অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই ক্ষতিকারক পদার্থের জেরে ক্যানসার পর্যন্ত হতে পারে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার আদালতের নির্দেশ, এক ব্যক্তিকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় ১৫৪ কোটি টাকারও বেশি। ওই ব্যক্তির দাবি, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার মেখেই তিনি ক্যানসার আক্রান্ত হয়েছেন।
গত বছর ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা দায়ের করেন ইমোরি হার্নান্ডেজ ভালাদেজ নামে বছর ২৪-এর এক ব্যক্তি। ভালাদেজের অভিযোগ, তাঁর শরীরে মেসোথেলিওমা নামের ভয়ঙ্কর ক্যানসার বাসা বেঁধেছে৷ এর নেপথ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসনের পাউডার৷ ছোট বয়সে তিনি এই পাউডারই মেখেছেন। সওয়াল জবাবের পর তাঁকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত। তবে আদালত জনসন অ্যান্ড জনসনকে জরিমানা করলেও, অন্য কোনও শাস্তি দেয়নি৷
উল্লেখ্য, সেই ১৮৯৪ সাল থেকে বেবি পাউডার তৈরি করছে ‘জনসন অ্যান্ড জনসন’৷ এর পর ঘরে ঘরে শিশুদের সঙ্গী হয়ে ওঠে এই সংস্থার পাউডার । কিন্তু আমেরিকার ৩৫ হাজার মহিলা জরায়ুর ক্যানসারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়ের করার পর থেকেই মার্কিন মুলুকে কমতে শুরু করে জনসনের পাউডারের চাহিদা। সেই থেকে বারবার ধাক্কা খেয়েছে ওই সংস্থা। একের পর এক মামলায় বিরাট অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে জনসনকে৷