বারাসত: করোনা আবহে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে উদ্যোগী হল ভারত। বাংলাদেশকে উপহার স্বরূপ ১১০টি অ্যাম্বুলেন্স দিল ভারত সরকার। শনিবার সকালে পেট্রাপোল বন্দর দিয়ে প্রাথমিকভাবে ৩০টি অ্যাম্বুলেন্স গেল বাংলাদেশ।
সাম্প্রতিক দুই দেশের সম্পর্ক মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশের করোনাকালে অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। এই ঘটনায় উৎসাহিত ব্যবসায়ী সহ পেট্রাপোলে বাসিন্দারা৷ তাঁদের বক্তব্য, থাক দু’দেশের বন্ধুত্ব, গুনাহ আবহে আমাদের সরকার বাংলাদেশের পাশে দাঁড়ানোয় আমরা গর্ববোধ করছি।
পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশগামী অ্যাম্বুলেন্স গুলির পার্কিং চার্জ ফ্রি করল বনগাঁ পৌরসভা। স্বভাবতই, দুই দেশের পারস্পরিক সৌহাদ্যর ছবিটা আরও একবার সামনে আসায় আপ্লুত পেট্রোপোল সীমান্তের বাসিন্দারা৷ তাঁরা বলছেন, ‘ভালবাসার বিকল্প কিছু হতে পারে না৷ দু’দেশের এই বন্ধন যেন অটুট থাকে৷’’