আক্রান্ত তৃণমূল, গ্রেফতারি! ত্রিপুরা যেতে পারেন মমতাও!

আক্রান্ত তৃণমূল, গ্রেফতারি! ত্রিপুরা যেতে পারেন মমতাও!

আগরতলা: হামলাকারীদের পরিবর্তে পুলিশ গ্রেফতার করেছে আক্রান্তকারীদেরই৷ ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং দোলা সেনরা৷ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এরই মধ্যে তৃণমূলের অন্দরের খবর, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন ত্রিপুরা৷ সেক্ষেত্রে বাতিল হতে পারে তাঁর জঙ্গলমহল সফর৷

শনিবার ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ শুরু করছিলেন তাঁরা৷ অভিযোগ, আক্রান্তকারীদের গ্রেফতারের পরিবর্তে রবিবার সকালে তাঁদেরকেই আইন ভঙ্গ করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷

ধৃত ১১ জন তৃণমূল নেতাকে আজ রবিবারই তোলা হবে স্পেশাল কোর্টে৷ ইতিমধ্যে ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং দোলা সেনরা৷ কুণালের কথায়, ‘‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷ ত্রিপুরায় পুলিশকে কাজে লাগিয়ে এই কাজ করছে বিজেপি৷ এর প্রতিবাদে সর্বস্তরে আন্দোলন সংগঠিত করা উচিত৷’’ আরও একধাপ এগিয়ে দোলা বলেন, ‘‘অত্যাচার শেষ কথা বলে না৷ শেষ কথা বলে সংবিধান৷ শেষ কথা বলে মানুষ৷ ত্রিপুরার জনগণই এই অত্যাচারের জবাব দেবেন৷’’ ব্রাত্য বসু বলেন, ‘‘অত্যাচার নামিয়ে এনে আমাদের কন্ঠরোধ করতে পারবে না বিজেপি৷ বাংলায় সিপিএমও অত্যাচার নামিয়ে এনেছিল৷ মানুষ তার যোগ্য জবাব দিয়েছিল৷ আগামী নির্বাচনে ত্রিপুরাতে যোগ্য জবাব পাবে বিজেপি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 18 =