ফের রাজ্যপাল সকাশে রাজভবনে শুভেন্দু, বৈঠক নিয়ে জল্পনা

ফের রাজ্যপাল সকাশে রাজভবনে শুভেন্দু, বৈঠক নিয়ে জল্পনা

কলকাতা: ফের  রাজ্যপালের দুয়ারে শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলনেতা৷ জানা গিয়েছে, তাঁর হাত ধরে রাজ্যপালের দরবারে যাবেন বেশ কয়েকটি সংগঠনের নেতা ও প্রতিনিধিরাও৷ মঙ্গলবার টুইট করে একথা জানান রাজ্যপাল৷ তিনি লেখেন, ‘সাম্প্রতিক কিছু বিষয়ে আলোচনার জন্যেই রাজভবনে আসছেন শুভেন্দু অধিকারী৷’  তবে এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, তা টুইটে উল্লেখ করেননি রাজ্যপাল৷ 

আরও পড়ুন- তৃণমূলের বাধায় রবীন্দ্রনাথের গলায় মালা না দিয়েই ফিরতে হল সায়ন্তনকে

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারীকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল৷ সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি৷ কথা বলেন শুভেন্দুর মায়ের সঙ্গেও৷ এর পরেই আজ রাজভবনে যাচ্ছেন শুভেন্দু৷ বিরোধী দলনেতা পদে দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে বারবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে নালিশ জানিয়েছেন৷ ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়েও একাধিকবার রাজভবনে গিয়েছেন শুভেন্দু৷ আবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদও নতুন নয়৷ ভোটের আগে প্রশাসনের রাজনীতিকরণ থেকে নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাস, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সুর চড়িয়েছেন তিনি৷ নালিশ নিয়ে ছুটে গিয়েছেন দিল্লির দরবারেও৷ এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও৷ যদিও রাজ্যপালের সাফ বক্তব্য, তিনি সংবিধান মেনে কাজ করেছেন৷ তবে আজ শুভেন্দুর সঙ্গে বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে আসতে চলেছে তা জানা যায়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =