বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে! ত্রিপুরা ইস্যুতে শান্তনু

বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে! ত্রিপুরা ইস্যুতে শান্তনু

কলকাতা: ত্রিপুরা নিয়ে এখন উত্তপ্ত দেশের রাজনীতি। তৃণমূল নেতারা সেখানে যাওয়ার পর কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আলাদা করে বলার দরকার নেই। নেতাদের ওপর হামলা থেকে শুরু করে গাড়ি ভাঙচুর, গ্রেফতারি সব। দলীয় নেতাদের ছাড়িয়ে আনতে সেখানে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেও মামলা হয়েছে। এবার ত্রিপুরা যাচ্ছেন অন্য এক সাংসদ শান্তনু সেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। 

এদিন ত্রিপুরার উদ্দেশে বেরিয়ে যান শান্তনু। তবে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে দিয়েছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এই ভাবে হামলা করছে, গাড়ি ভাঙছে, অত্যাচার করছে। আগামী ১৭ মাস ত্রিপুরায় মাটি গেঁড়ে বসে থাকবে তৃণমূল। এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য,  পুলিশের কাজে বাধা দান, অভব্য ব্যবহার সহ একাধিক অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল নেতা দোলা সেন, কুণাল ঘোষেদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ৷ মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার তরফে এই এফআইআর দায়ের করা হয়েছে৷ বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ত্রিপুরার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ 

গত শনিবার ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ শুরু করছিলেন তাঁরা৷ অভিযোগ, আক্রান্তকারীদের গ্রেফতারের পরিবর্তে রবিবার সকালে তাঁদেরকেই আইন ভঙ্গ করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনার প্রতিবাদে ত্রিপুরা থানায় আইসির চেম্বারে অবস্থানে বসেন অভিষেকরা। পুলিশের তরফে এফআইআরে অভিযোগ করা হয়েছে, থানায় অবস্থানের নামে পুলিশের কাজে বাধা দান, পুলিশের সঙ্গে অভব্য ব্যবহার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =