তৃণমূল কর্মীর ছাদের জলে ভাঙল দিনমজুরের বাড়ি, মারধর খেয়ে খোলা আকাশই ভরসা

তৃণমূল কর্মীর ছাদের জলে ভাঙল দিনমজুরের বাড়ি, মারধর খেয়ে খোলা আকাশই ভরসা

7d6bd388389da465d77c3eef037c69ff

 

হরিশচন্দ্রপুর: তৃণমূল কর্মীর ছাদের জল পড়ে ঘর ভেঙেছে দিনমজুরের৷ তিনদিন ধরে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নীচে দিন গুজরান করছেন দিনমজুর পরিবার৷ অভিযোগ. ঘটনার প্রতিবাদ করতেই দিনমজুরকে মারধর করেন ওই তৃণমূল নেতা৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর জিপির বড়াডাঙী গ্রামে৷

জানা যায়, সোমবার রাত একটা নাগাদ অতি বর্ষনে এক তৃণমূল কর্মীর বাড়ির ছাদের জল পড়ে দিনমজুর বলরাম দাসের একমাত্র জরাজীর্ণ কাঁচা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান ওই দম্পতি। আহত হয়েছেন হত দরিদ্র দিনমজুর বলরাম দাস (৫৫) ও তার স্ত্রী পুষ্প দাস (৪৫)। সোমবার রাত থেকেই পলিথিন টাঙিয়ে দিন গুজরান করছেন ওই পরিবার।

পরিবারের অভিযোগ, তাদের কাঁচা বাড়ির দেওয়াল লাগোয়া রয়েছে তৃণমূল কর্মী ইন্দ্রমহন দাস ওরফে বাঙ্কা দাসের পাকা বাড়ি। দীর্ঘ পাঁচ বছর ধরে সেই তৃণমূল কর্মীর ছাদের জল তাদের কাঁচা বাড়ির দেওয়ালে সরাসরি পড়ছে। বারণ করতে গেলে পরিবারকে হুমকি দিচ্ছে। এমনকি বেশ কয়েকবার বাড়িতে এসে দলবল নিয়ে পরিবারের লোকেদের ওই তৃণমূল কর্মী মারধর করেছে বলেও অভিযোগ৷ এমনকি পুলিশের হুমকিও দিচ্ছে।

অগত্যা, এখন একমাত্র বসত বাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে আতঙ্কে কাটছে দিন। প্রাণ নাশের ভয়ে পুলিশকে অভিযোগও জানাতে পারছেন না তাঁরা। অঞ্চল সভাপতি পঙ্কজ কুমার দাসকে বারবার ফোন করেও কোনো সাড়া দেননি। অভিযুক্ত নেতাও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি৷ পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *