BJP-র হয়ে দাঁড়ালে নিশ্চিত জিতবেন, গেরুয়া শিবিরকে নিজের বলে ফের বিতর্কে মুকুল

BJP-র হয়ে দাঁড়ালে নিশ্চিত জিতবেন, গেরুয়া শিবিরকে নিজের বলে ফের বিতর্কে মুকুল

a616690c41038dc117878e08e5d473b5

কলকাতা: বিজেপি’কে নিজের দল বলে ফের বিতর্কে মুকুল রায়৷ শুক্রবার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকের পর এমনই বিতর্কিত দাবি করলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘বানান ভুল’, দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠিয়ে চরম কটাক্ষ কংগ্রেস নেতার

তবে শুক্রবার বিধানসভায় মুকুল রায়ের বক্তব্যের মধ্যে ‘কৌশলী’ মুকুলকেই খুঁজে পাচ্ছেন রাজনীতির কারবারিরা৷ পিএসি’র চেয়ারম্যান নিয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেকে বিজেপি বিধায়ক বলে পরিচয় দেন৷ সেই সঙ্গে কৃষ্ণনগরে নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি’র হয়ে দাঁড়ালে আমিই জিতব৷ তৃণমূলের হয়ে দাঁড়ালে কী হবে, তা মানুষ ঠিক করবে৷ অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের ভালো ফল নিয়ে আশাবাদী মুকুল৷ এমনকী তিনি এও বলেন, তাঁকে ত্রিপুরায় পাঠানো হলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত৷  অর্থাৎ বিধায়কের প্রশ্নে তিনি বিজেপি৷ কিন্তু সাংগঠনিক কাজের ক্ষেত্রে তাঁ অবস্থান তৃণমূলে৷ 

এদিকে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনতে উঠে পড়ে লেগেছে বিজেপি৷ বারবার অধ্যক্ষের দ্বারস্থ হচ্ছে দলীয় সাংসদরা৷ চলছে শুনানি৷ রাজনৈতিক মহলের অভিমত,  দলত্যাগ বিরোধী আইনে বিজেপি যাতে তাঁকে সরাসরি তৃণমূল বলতে না পারে সে কারণেই তাঁর এই কৌশলী অবস্থান৷ অর্থাৎ রাজনীতির চাণক্য আরও একবার বিচক্ষণতার সঙ্গে উত্তর দিয়ে চলেছেন৷ 

আরও পড়ুন- বৃষ্টি থামবে না এখনই, রাজ্যজুড়ে আরও দুর্ভোগের আশঙ্কা

কয়েক দিন আগে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন মুকুল রায়৷ যার জন্য মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর থেকেও বাদ পড়েন তিনি৷ সেই সময় তাঁর পরিবারের তরফে বলা হয়েছিল, অসুস্থতার কারণেই এই গলতি৷ কিন্তু আজ বিধানসভায় তাঁর শরীরি ভাষা সম্পূর্ণ অন্য কথাই বলছিল৷ অসংলগ্ন হয়ে তিনি মন্তব্য করেছেন তা বলা যায় না৷ বরং পিএসি’র বৈঠকে প্রথমবার যোগ দেওয়া মুকুলকে কৌশলী বলেই মনে হল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *