কলকাতা: প্রতারণা চক্রের নতুন পদ্ধতির পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। একটি বহু প্রচলিত ফাইনান্স কোম্পানির নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে চন্দ্রশেখর সিং আজাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি ফাইন্যান্স কোম্পানি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে যে তাদের ফাইন্যান্স কোম্পানির নামে একাধিক ওয়েবসাইট খোলা হয়েছে। সাধারণ মানুষ সেই ওয়েবসাইটে লোনের জন্য আবেদন করছে৷ এরপরেই রেজিস্ট্রেশন ফি সহ বিভিন্নভাবে ধাপে ধাপে আবেদনকারীদের থেকে টাকা নেওয়া হচ্ছে কিন্তু তাঁরা লোন পাচ্ছে না।
এরপরই তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঠাকুরপুকুর এলাকা থেকে চন্দ্রশেখর সিং আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ধৃত চন্দ্রশেখর সিং আজাদ বিহারের বাসিন্দা। বহু প্রচলিত ফাইনান্স কোম্পানির নামে মোট ২৫ টি ভুয়ো ওয়েবসাইট রয়েছে তার। করোনা পরিস্থিতির কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন৷ যে কারণে লোনের টাকা নেওয়ার জন্য বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে৷ আর সেই সুযোগ নিয়েই প্রতারণার নতুন পদ্ধতি।
শুধু এরাজ্যে নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই প্রতারণা চক্রের জাল এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। ধৃতকে আজ বিধাননগর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করবে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত আছে খোঁজ চালাচ্ছে পুলিশ।