ফের নাবালিকা ধর্ষণ মালদহে, অভিযুক্তকে গণধোলাই গ্রামবাসীদের, পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি

ফের নাবালিকা ধর্ষণ মালদহে, অভিযুক্তকে গণধোলাই গ্রামবাসীদের, পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি

মালদহ: ফের নাবালিকা ধর্ষণ মালদহের হরিশ্চন্দ্রপুরে। অভিযুক্তকে ধরে এনে গণধোলাই গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি। মাথা ফাটল এক এএসআই পুলিশ অফিসারের। আহত আরও এক সিভিক পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামাতে হয় র‍্যাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহর হরিশ্চন্দ্রপুর থানার চন্ডিপুর গ্রামে নয় বছরের এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধের। নজরুল ইসলাম ওরফে ভোলা নামে ওই ব্যক্তি চালের ব্যবসা করে। সেও ব্যবসাও অবৈধ। বিশেষ করে রেশন দোকানে পাওয়া চাল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিজের গোডাউনে মজুত করে। পরে চড়া দামে বিক্রি করে। গ্রামের বহু দরিদ্র পরিবার কিছু টাকার লোভে নিজেদের প্রাপ্য চাল তাঁর কাছে বিক্রি করে।

শুক্রবার বিকেলে ওই গ্রামের এক দিনমজুরের পরিবারের কাছ থেকে ৩৫০ টাকা দিয়ে চাল কিনবে বলে সেই ব্যাক্তি যায়। চাল সংগ্রহ করে সে জানায় কাছেই তাঁর গোডাউনে সেই চাল মেপে দেখে তবেই সে টাকা দেবে। সে কারণে ওই দিন মজুরের ওই নাবালিকা মেয়ে ও আরও ছোটো তাঁর এক ভাগ্নিকে নিয়ে সঙ্গে নিয়ে যায়। এরপর গ্রামবাসী ও নির্যাতিতার মায়ের অভিযোগ, গোডাউনে চালের টাকা দেওয়ার নাম করে দুজনকে নিয়ে যাওয়ার পরে তাঁর ভাগ্নিকে বাইরে রেখে তাঁর মেয়েকে গোডাউনের ভেতর নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে অভি়যুক্ত। রক্তাক্ত অবস্থায় সে ঘরে ফিরলে জানতে পারেন তাঁর মা। অন্যদিকে নজরুল ওই নাবালিকার হাতে ৩৫০ টাকা গুঁজে দিয়ে পালায় বলে অভিযোগ।

বিষয়টি জানাজানি হতে হতে রাত হয়ে যায়। দ্রুত রক্তাক্ত নাবালিকাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খুঁজে ধরে নিয়ে আসে নজরুলকে। এরপরেই শুরু হয় গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করতে গেলে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীরা।পুলিশকে লক্ষ্য করে চলে ইট-বৃষ্টি।। মাথা ফেটে যায় এএসআই অফিসার অজিত মণ্ডলের। এক সিভিক পুলিশও আহত হয়। ছুটে যান এসডিপিও৷ সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি৷ নামানো হয় র‍্যাফ। একরকম খণ্ডযুদ্ধের পরে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এলাকায় এখন তীব্র উত্তেজনা। টহল দিচ্ছে পুলিশ বাহিনী, র‍্যাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =