স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ‘পুলিশ পদকে’ সম্মানিত হবেন সৌমেন সহ ১০ অফিসার

স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ‘পুলিশ পদকে’ সম্মানিত হবেন সৌমেন সহ ১০ অফিসার

কলকাতা:  কর্মক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র সহ ১০ পুলিশ আধিকারিককে স্বাধীনতা দিবসে ‘পুলিশ পদকে’ সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বরাষ্ট্র দফতরের তরফে জানা হয়েছে, ১৫ অগাস্ট সৌমেন মিত্র সহ ১০ অফিসারকে এই সম্মান প্রাদন করা হবে৷ 

আরও পড়ুন-বাংলায় ঘুরে দাঁড়াতে ‘পঞ্চপাণ্ডবে’ অবস্থা সিপিএমের! নতুন পথে আলিমুদ্দিন

পশ্চিমবঙ্গে অসামান্য এবং প্রশংসনীয় সেবার জন্য মুখ্যমন্ত্রীর ‘পুলিশ পদক’ প্রদান করা হবে। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা ভোটের আগে সৌমেন মিত্রকে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ দায়িত্ব সঁপেছিলেন খোদ মুখ্যমন্ত্রী৷ এর আগে ২০১৬ সালে নির্বাচন কমিশনের তরফে তাঁকে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব অর্পণ করা হয়েছিল৷  তবে ভোটের পর তাঁকে সরিয়ে দিয়েছিল তৃণমূল সরকার৷ আগামীকাল সৌমেন মিত্র সহ যাঁরা পুলিশ পদকে সম্মানিক হবেন তাঁদের মধ্যে রয়েছেন, এডিজি (কারা)পীযূষ পাণ্ডে, আইজিপি (উত্তরবঙ্গ) ডিপি সিং, আইজি সিআইডি আনন্দ কুমার, জয়েন্ট সিপি কলকাতা ওয়াকার রাজা, এসপি সুমিত কুমার, কোচবিহার, এসপি ভাস্কর মুখোপাধ্যায়, সুন্দরবন, এসপি আমরনাখ কে, পূর্ব মেদিনীপুর, এসপি দীনেশ কুমার, পশ্চিম মেদিনীপুর, ডিসি, এসটিএফ, কেপি অপারাজিতা রাই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =