এবার প্রতারণার শিকার খোদ পুলিশ কর্মীও

এবার প্রতারণার শিকার খোদ পুলিশ কর্মীও

হাবরা: লোভে পাপ পাপে মৃত্যু৷ বহুল ব্যবহারে জীর্ণ এই প্রবাদই যেন সত্যি হয়ে উঠল ছ’জন পুলিশ কর্মীর জীবনে৷ সরকারি চাকরি করা সত্ত্বেও আরও টাকার লোভে অনলাইন গেমের প্রলোভে পা দিয়েছিলেন৷ নিট ফল, প্রত্যেকেই খুইয়েছেন হাজার হাজার টাকা৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই অনেকেই টিপ্পনি কেটে বলছেন, ‘‘অতি চালাকের গলায় দড়ি৷ শেষে কি না প্রতারণার শিকার পুলিশও!’’

হাবরা বানিপুর ইতনা এলাকায় তনয় সিংহ নামে এক পুলিশ কর্মী এই প্রতারণার শিকার৷ সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘আর কোনও তরুণ তরুণী যাতে প্রতারণার ফাঁদে পা না দেন তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলকে এই প্রতারণার কথা জানালাম৷’’ বাঁকুড়া জেলার বরজোড়ায় ১৩ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত তনয় সিংহ এবং তার আরও পাঁচ বন্ধু৷ প্রত্যেকেই একটি সোর্স মারফত এই অনলাইন গেমের লিংক পান। তাঁদের বলা হয়েছিল,এই গেমে কিছু ইনভেস্ট করলেই প্রফিট আছে৷

এরপরই অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে প্রত্যেকেই ৩০হাজার টাকার উপরে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি। প্রতারণার ফাঁদে পা দেওয়া ওই পুলিশকর্মীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন, ‘‘কেউ যেন এই ধরনের প্রতারণার ফাঁদে আর পা না দেয়৷ আমরা চাকরি করি৷ ফলে আর্থিক ক্ষতি কিছুট হলেও মেকআপ করে নিতে পারব৷ কিন্তু কোনও বেকার তরুণ তরুণী এই ফাঁদে পা দিলে তাঁরা সমস্যায় পড়নে৷’’ শনিবার সকালে এবিষয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =