দুয়ারে সরকার: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের উপচে পড়া ভিড়

দুয়ারে সরকার: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের উপচে পড়া ভিড়

de65c3deaa4804d3b552fb6a82796a12

 

অশোকনগর: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ১৬ অগাস্ট থেকে ফের বাংলার দুয়ারে সরকার৷ আর প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের মধ্যে দেখা গেল উপচে পড়া ভিড়৷  এই ছবি ধরা পড়ল অশোকনগরের পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন অশোকনগর পুর এলাকার ৭ নম্বর ওর্য়াড এলাকায় একটি ক্যাম্প করা হয়েছিল৷ সকাল থেকেই দুয়ারের সরকারের এই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ স্বাস্থ্য সাথী কার্ড থাকলে করা যাবে আবেদন৷ সেই মতো সমস্ত কাগজপত্র নিয়ে মহিলারা সকাল থেকেই লাইনে পড়েছিলেন লাইনে৷

কেন? অশোক নগরের গৃহবধূ রেবতী সরকার, সুবর্ণা বায়েনরা বলেন, ‘‘সত্যি কথা বলতে কি, এই প্রথম কোনও সরকার কিংবা কোনও মুখ্যমন্ত্রীকে দেখা গেল রাজ্যের মহিলাদের জন্য আলাদা করে কিছু ভাবতে৷ বিশেষত, আমাদের মতো গৃহবধূদের নিয়ে অতীতে কোনও দিন কেউ কোনও পরিকল্পনায় গ্রহণ করেননি৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই৷’’

বেনিয়ম রুখতে এবারে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে ক্যাম্প থেকেই ফর্ম বিলির পাশাপাশি ইউনিক নম্বরেরও ব্যবস্থা করেছে রাজ্য৷ মহিলাদের কথায়, ‘‘অনেক ক্ষেত্রে দেখা যায়, সরকার মানুষের পাশে থাকার জন্য প্রকল্প রূপায়ণ করে৷ কিন্তু বহু ক্ষেত্রেই সেটা সাধারণ মানুষের কাছ পর্যন্ত এসে পৌঁছায় না৷ বেনিয়ম রুখতে দিদির এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *