‘গণতন্ত্র মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?’’ বিতর্কিত মন্তব্যে ফাঁপরে দিলীপ

‘গণতন্ত্র মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?’’ বিতর্কিত মন্তব্যে ফাঁপরে দিলীপ

770c9468c65a06ce01896242f0c33df3

কলকাতা:  ত্রিপুরায় বারবার আক্রান্ত হয়েছে তৃণমূল৷ কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা৷ কখনও আবার যুব নেতাদের উপর আক্রমণ৷ কিন্তু এর পরেও ত্রিপুরায় জমি দখলের লড়াইয়ে এক চুল জায়গা ছাড়তে নারাজ ঘাস ফুল শিবির৷ বরং তাঁদের অভিযোগ, ত্রিপুরায় গণতন্ত্র নেই৷ তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতেই এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তোপ দেগে বলেন, ‘‘গণতন্ত্রের মানে কি  জামা-কাপড় না পরে রাস্তায় বেরনোর অনুমতি?” ত্রিপুরা ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি রাজ্য সরকারকেও তুলোধোনা করেছেন দিলীপ ঘোষ৷ 

ত্রিপুরা দখলে কোমড় বেঁধে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সৈনিক’রা৷ যতই আক্রমণ আসুক না কেন, পিছু হঠতে নারাজ তাঁরা৷ বরং বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের অভিযোগ, ত্রিপুরায় গণতন্ত্র নেই৷ দিন কয়েক আগেই বিস্ফোরক অভিযোগ তুলে ব্রাত্য বসু আবার বলেছিলেন, ত্রিপুরায় রাষ্ট্রীয় অত্যাচার চলছে৷ মানুষ কাঁদছে৷ এই সবের পরিপ্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘নিজের রাজ্য ছেড়ে ত্রিপুরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূল। সেখানে গিয়ে অশান্তি করছে। বিপ্লব দেব ক্রমাগত এই অশান্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছেন। এর পরেও উল্টে  বিজেপি’কেই দোষারোপ করা হচ্ছে। আমি তো এটাই বুঝতেই পারছি না যে ওঁদের কাছে গণতন্ত্রের অর্থ কী। গণতন্ত্র মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?”

রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে৷ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির৷ এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ৷ আরও একবার বেফাঁস মন্তব্যে ঝড় তুললেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *