এবার থেকে রবিবারও ছুটবে মেট্রো, কবে থেকে চালু হবে পরিষেবা?

এবার থেকে রবিবারও ছুটবে মেট্রো, কবে থেকে চালু হবে পরিষেবা?

19dc3de28e3414ac35703e5a7e7ae1c4

কলকাতা:  করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছে শহর কলকাতা৷ স্বাভাবিক হচ্ছে যান চলাচল৷ মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে৷ কমেছে সময়ের অন্তর৷ শেষ মেট্রো রাত ৯টা পর্যন্ত করা হয়েছে৷ এবার রবিবারেও চলবে মেট্রো৷ যদিও রক্ষণাবেক্ষণের জন্য মেইন্টেনেন্স স্পেশ্যাল হিসেবেই এই ট্রেনগুলি চালানো হবে৷  

আরও পড়ুন- নির্মল গ্রাম গড়তে ১ হাজার পঞ্চায়েতে আবর্জনা পরিশোধন কেন্দ্র তৈরির উদ্যোগ রাজ্যের

মেট্রোর তরফে একটি বিবৃতি দিয়ে এদিন জানানো হয়, ২৯ অগাস্ট থেকে এই পরিষেবা শুরু হচ্ছে৷ রবিবার সকাল ১০টা থেকে মিলবে মেট্রো৷ কোভিড বিধি মেনেই রবিবারে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার আপ ও ডাউন মিলিয়ে দিনে ৩৮ জোড়া ট্রেন চালানো হবে৷ দুপুর ২ টো থেকে রাত ১০ টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি শনিবারেও ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রতি শনিবার ১৭২ টি ট্রেন চলবে। তবে আপাতত শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই দুই দিন মেট্রো পরিষেবা পাবেন। সাধারণ যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন না৷ কবে থেকে সাধারণ যাত্রীরা সপ্তাহান্তে মেট্রো পরিষেবা পাবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *