একমাত্র ছেলে আটকে রয়েছে কাবুলে, কান্নায় বিহ্বল অসহায় পরিবার

একমাত্র ছেলে আটকে রয়েছে কাবুলে, কান্নায় বিহ্বল অসহায় পরিবার

c578696603ddfa0d0b0061ef59f1881c

অশোকনগর: একমাত্র ছেলে আটকে রয়েছে কাবুলে৷ অসহায় পরিবারের দিন কাটছে আতঙ্কে৷ পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তবু কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছেন না মা, ছেলে৷

অশোকনগর থানার এজি কলোনি এলাকার ঘটনা৷ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা সুজয় দেবনাথ ২০১৮ সালে সালে পেটের টানে কাবুলে কাজে গিয়েছিলেন৷ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সুজয় দেবনাথ আটকে রয়েছেন কাবুলে৷ কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন তা জানতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা ও স্ত্রী৷ খবর পেয়ে সুজয়ের বাড়িতে পৌঁছেছেন হাবরা এবং অশোকনগর থানার পুলিশ প্রশাসন৷

পরিবারের সঙ্গে কথা বলে পাসপোর্ট নম্বর থেকে শুরু করে সমস্ত নথি নেওয়া হচ্ছে৷ যাতে সুজয়কে সযত্নে বাড়ি ফেরানো যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানে ওখানে একটি কোম্পানিতে চাকরি করতেন সুজয়। অশোকনগরের বাড়িতে রয়েছে সুজয়ের বৃদ্ধ বাবা, মা ছোট বোন স্ত্রী এবং সুজয়ের একমাত্র ছোট্ট কন্যা সন্তান। সুজয়ের মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন৷

প্রশাসনের কাছে বারবার আর্জি জানাচ্ছেন, যেন তাঁর ছেলে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরতে পারেন। সুজয়ের মায়ের কথায়, ‘‘পেটের টানে, সংসারের ভারের  টানে ছেলেটা বিদেশে গিয়ে এমন বিপদের মধ্যে পড়বে কল্পনাও করিনি৷ প্লিজ, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন৷’’ স্ত্রী সুস্মিতা দেবনাথ বলেন, ‘‘পুলিশ প্রশাসন থেকে লোকজন এসেছিলেন৷ ওঁরা বললেন, ভরসা রাখতে৷ আমরা রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সম্পূর্ণ ভরসা রাখছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *