আর কিছুক্ষণের মধ্যেই ভোট পরবর্তী হিংসার রায়, কড়া নিরাপত্তা বলয়ে হাই কোর্ট

আর কিছুক্ষণের মধ্যেই ভোট পরবর্তী হিংসার রায়, কড়া নিরাপত্তা বলয়ে হাই কোর্ট

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা:  আর কিছুক্ষণ বাদেই ভোট পরবর্তী হিংসা মামলার রায় ঘোষণা৷ কড়া পুলিশি নিরাপত্তায় কলকাতা হাই কোর্ট। সকাল ১১ টায় মামলার রায় ঘোষণা করবে হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এই বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদার৷ 

আরও পড়ুন- ‘বেনামি অ্যাকাউন্টের খোঁজে সব সমবায় ব্যাঙ্কে অডিট’, মমতার নিশানায় শুভেন্দু?

ভোট পরবর্তী হিংসায় কলকাতা হাই কোর্টে ৬টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল৷ ৩রা অগাস্ট মামলার শুনানি শেষ হয়। দু’সপ্তাহ পর মামলার চূড়ান্ত রায় ঘোষণা আজ। গত ১৮ জুন অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ১৩ জুলাই কমিশন তাদের রিপোর্ট জমা দেয়৷ ওই রিপোর্ট ঘিরে ব্যাপক বিতর্ক হয়৷  রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসনের তীব্র সমালোচনা করে রিপোর্ট পেশ করে কমিশনের স্পেশ্যাল টিম৷ পাল্টা রাজ্য সরকারের পক্ষ থেকে এই রিপোর্টকে মিথ্যে ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করা হয়৷ 

আরও পড়ুন- Afghanistan Crisis: আফগানে তালিবানি তাণ্ডব, নবান্ন থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

একুশের নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভেট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে৷ অভিযোগ, বিজেপি কর্মী, সমর্থকদের উপর হামলা চালিয়েছে তৃণমূল৷ অত্যাচারিত হয়েছে মহিলারাও৷ এর পরেই একাধিক পিটিশন জমা পড়ে হাইকোর্টে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *