এখনও জলমগ্ন তমলুকের বিস্তীর্ণ এলাকা, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

এখনও জলমগ্ন তমলুকের বিস্তীর্ণ এলাকা, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

তমলুক: প্রবল বর্ষণে এখনও জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিস্তীর্ণ এলাকা৷ প্রশাসনকে জানিয়েও গ্রাম থেকে জল নামানোর কোনও সুরাহা হয়নি৷ অবশেষে আন্দোলনে নামল কয়েকটি গ্রামের কয়েক বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে হলদিয়া মেছেদা ৪১ নং জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়‌। তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। অবশেষে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং অবরোধ তুলে দেন।

বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে তমলুকের বিভিন্ন এলাকায় এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। অবশেষে একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হয় তাঁরা। পরে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তাঁরা৷ তবে দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা আশিস মণ্ডল বলেন, ‘‘ বিধানসভা ভোটে এই অঞ্চল থেকে তৃণমূল লিড পেয়েছেন। কিন্তু এলাকার সাধারণ মানুষের দিকে তাকাচ্ছে না। অবিলম্বে জল বের করার ব্যবস্থা করতে হবে। নদী খাল দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। প্রশাসন চুপ করে রয়েছে। যদি খুব দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব৷’’

যদিও স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘‘জল নিষ্কাশনে জন্য শ্রমিকরা কাজ করছেন। প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে। আমরা সবসময় মানুষের পাশে থাকি। বিজেপি মানুষের দুঃখের সময়ও রাজনীতি করতে ব্যস্ত। এনিয়ে রাজনীতি করে কোনও লাভ হবে না৷’’ প্রশাসনের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *