নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য এবার সমস্ত বিমান যাত্রীদের তিন দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় ফলাফল নেতিবাচকও আসা প্রয়োজন। তবেই আমেরিকায় প্রবেশের অনুমতি মিলবে। মঙ্গলবার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই কথা জানিয়েছে।
সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, “টেস্টিংয়ের ফলে সমস্ত ঝুঁকি নিরসন হয় না। তবে বাড়িতে থাকা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে প্রতিদিন সতর্ক থেকে সাক্ষাৎ করা ভ্রমণকে আরও নিরাপদ করে তুলতে পারে।” এই নিয়ম ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। পূর্ববর্তী পরীক্ষার নিয়মের উপরে ভিত্তি করে এই টেস্টিং প্রক্রিয়া কার্যকর হয়েছে। ব্রিটেনে ডিসেম্বরে এটি কার্যকর হয়েছিল। অতিরিক্ত সংক্রমণযোগ্য করোনা ভাইরাসের স্ট্রেন সামনে আসার পর এই নিয়মের পথে হেঁটেছে আমেরিকা। করোনার এই স্ট্রেন দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলেও পাওয়া গিয়েছে। মঙ্গলবার, জাপান বলেছে যে তারা ব্রাজিল থেকে আগত চার যাত্রীর মধ্যে এই স্ট্রেনের সন্ধান পেয়েছে।
সিডিসিও সুপারিশ করেছে যে ভ্রমণকারীদের তাদের আগমনের তিন থেকে পাঁচ দিন পরে আবার পরীক্ষা করাতে হবে। তাদের কমপক্ষে সাত দিন বাড়িতে থাকতে হবে। পরীক্ষাটি বর্তমান সংক্রমণের জন্য শুরু হয়েছে। যাত্রীদের বোর্ডিং শুরু হওয়ার অনুমতি দেওয়ার আগে বিমান সংস্থাগুলিতে তার ফলাফলের লিখিত প্রমাণ সরবরাহ করতে হবে। কিছু মহামারী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি সম্ভবত নতুন, আরও সংক্রমণযোগ্য ভাইরাস। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এটি এসে গিয়েছে। যেখানে কোভিড-১৯-এর প্রভাবে থেকে ৩ লক্ষ ৭৯ হাজারেরও বেশি মানুষ প্রয়াত হয়েছেন। এছাড়া প্রতিদিন আরও ৩ হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন।