অসুস্থতায় জেরবার, এখন দফতর বিহীন মন্ত্রী সাধন

অসুস্থতায় জেরবার, এখন দফতর বিহীন মন্ত্রী সাধন

f03f6663104f3f39094c1e24bab00abb

কলকাতা: শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডেকে তাঁর দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে ক্রেতা সুরক্ষা এবং স্বনির্ভর গোষ্ঠী দফতরের দায়িত্ব সামলাবেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁকেই এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী সাধন পাণ্ডে দীর্ঘদিন অসুস্থ। দুই দফতরের কাজে যাতে অসুবিধে না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধন পাণ্ডেকে মন্ত্রিসভার সদস্য হিসেবেই রেখে দেওয়া হচ্ছে। আপাতত তিনি দফতর বিহীন মন্ত্রী হিসেবেই থাকছেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। 

আরও পড়ুন- পার্টিতে বচসা থেকে খুন, গ্রেফতার চার বন্ধু, এলাকায় উত্তেজনা 

গত এক মাস ধরে দীর্ঘ শারীরিক অসুস্থতায় ভুগছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। ২০ জুলাইয়ের রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় শহরের বেসরকারি এক হাসপাতালে। টানা ভেন্টিলেশনে ছিলেন তিনি। তারপর ভেন্টিলেশন থেকে বের করা হয় তাঁকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু এই অবস্থায় তিনি কোনও ভাবেই দফতরের কাজ চালিয়ে যেতে পারবেন না। তাই মন্ত্রিত্ব বদল করা হল। কারণ এই দফতরের কাজ কী ভাবে এগোবে তাই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। কিন্তু এখন এই দফতরের দায়িত্ব পেলেন সুব্রত মুখোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *