ঘরের ছেলে ঘরে ফিরুক, আফগানে আটকে থাকা ভারতীয়দের জন্য মহাযজ্ঞ

ঘরের ছেলে ঘরে ফিরুক, আফগানে আটকে থাকা ভারতীয়দের জন্য মহাযজ্ঞ

4737357073bd55cef1d783c1988e078c

কলকাতা: আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের জন্য এবং আফগানিস্তানবাসীদের শান্তি কামনায় রবিবার সল্টলেকে মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ অনুষ্ঠিত হল৷ এদিন সল্টলেকের দত্তাবাদে কালী মায়ের মন্দির প্রাঙ্গণে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়৷ তিনজন পুরোহিতের উপস্থিতিতে সমস্ত আচার আচরণ বিধি মেনে এই হোম মহাযজ্ঞ করা হয়। মহা যজ্ঞে অংশ নেন সল্টলেক দত্তাবাদ এলাকার সাধারণ মানুষ।

গত রবিবার আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানিরা৷ তারপরই আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক সামনে এসেছে সোশ্যাল সাইটে৷ এমনকি তালিবানি অত্যাচার থেকে বাঁচতে চলন্ত বিমানের চাকা ধরে ঝুলন্ত অবস্থায় দেশ ছেড়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে দুই আফগানি ভাইয়ের৷ বিদেশ মন্ত্রকের তরফে কিছু ভারতীয়কে দেশে ফেরানো হলেও এখনও সেদেশে আটকে রয়েছেন ভারত সহ বিভিন্ন দেশের মানুষজন৷

বারাসত থেকে বনগাঁ কিংবা মালদহ থেকে মেদিনীপুর, কর্মসূত্রে আফগানিস্তানে গিয়ে আটকে রয়েছেন অনেক ভারতীয়৷ স্বভাবতই, ঘরের ছেলে ঘরে না ফেরায় সংশ্লিষ্ট পরিবারগুলিতে নেমে এসেছে অজানা আতঙ্কের পরিবেশ৷ নেমেছে কান্নার রোল৷ এহে পরিস্থিতিতে আফগানিস্থানে আটকে থাকা বাঙালি তথা ভারতবাসীদের দেশ ফেরানোর কামনায় মহাযজ্ঞের আয়োজন করেছিলেন বিধাননগর পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত৷ তিনি বলেন, ‘‘আমাদের এখানকার মা খুব জাগ্রত৷ ঘরের ছেলে ঘরে ফিরুক৷ আমাদের সকলের কামনা সেটাই৷ তাই এই আয়োজন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *