ব্রাত্যকে কাবুল পাঠাতে চান দিলীপ! মমতাকে ‘অনুরোধ’

ব্রাত্যকে কাবুল পাঠাতে চান দিলীপ! মমতাকে ‘অনুরোধ’

কলকাতা: তালিবান দখল করেছেন কাবুলিওয়ালার দেশ। তছনছ হয়ে যাওয়ার পথে আফগানিস্তান। বিভিন্ন দেশের নাগরিকদের মত, ভারতের তথা পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা সেখানে এখনও আটকে পড়ে রয়েছেন। তাঁদের দেশে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। আর ঠিক এই কারণেই বাংলার মন্ত্রী ব্রাত্য বসুকে হঠাৎ কাবুলে পাঠাতে চাইছে বিজেপি! রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আবেদন’ করেছেন এই বিষয়ে। ব্যাপারটা কী?

আরও পড়ুন- সশস্ত্র তালিবানের সঙ্গে হাসিমুখে কল্যাণীর প্রাক্তনী, হতবাক পরিচিতরা

বাংলার ভোটে জেতার পর তৃণমূল কংগ্রেস এখন নিশানা করেছে ত্রিপুরাকে। সংগঠন সাজাতে বিশেষ দায়িত্বে রয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ঠিক এই প্রেক্ষিতেই বিজেপি সাংসদ মন্তব্য করেন, আফগানিস্তানে বাংলার যে বাসিন্দারা ফেঁসে রয়েছেন তাঁদের ফেরাতে উদ্যোগ নিক রাজ্য সরকার। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে সেখানে পাঠানো হোক, তাঁর নেতৃত্বেই কাবুলে প্রতিনিধি দল যাক, এবং রাজ্যের বাসিন্দাদের উদ্ধার করে আনুক, বলছেন দিলীপ। এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রীকে ‘অনুরোধ’ পর্যন্ত করেছেন! আসলে রাজনৈতিক মহলের অনুমান, ত্রিপুরা ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিতেই এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কারণ সেখানে প্রতিনিধি দল পাঠায়ে ইতিমধ্যেই রাজ্যে উত্তাপ সৃষ্টি করেছে ঘাসফুল শিবির।

এদিকে আফগানিস্তান ইস্যুতে ভারত সরকার কী কাজ করছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আফগানিস্থানের পরিস্থিতির ওপর কেন্দ্রীয় সরকার সর্বদা নজর রাখছে৷ প্রয়োজনে সব রকম ব্যবস্থা নেওয়া হবে৷ দিলীপ আরও বলেন, আফগানিস্থানে যে ভয়ের পরিবেশ রয়েছে, তা বন্ধ হওয়া উচিত, সুস্থ সরকার দরকার আফগানিস্থানে। প্রসঙ্গত, বাংলায় তালিবানি শাসন চলছে বলেও কটাক্ক করতে শোনা যায় এই নেতাকে। বলেন, আফগানিস্তানে তালিবান ঢুকে পড়ায় এখন গোটা বিশ্ব আফগানিস্তানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। একই রকম অবস্থা পশ্চিমবাংলার। কারণ এই রাজ্যেও তালিবানি শাসন চলছে আর তার প্রেক্ষিতে গোটা দেশ ধিক্কার জানাচ্ছে। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে এই তালিবানি শাসন বেশিদিন চলতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =