আট মাস বেতন পাননি, থালা বাজিয়ে বিক্ষোভ

আট মাস বেতন পাননি, থালা বাজিয়ে বিক্ষোভ

6ab519a35e67a24f71302680371d8294

নদিয়া: সেটা ছিল গত বছরের ২২ মার্চ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে থালা বাজিয়েছিলেন দেশবাসী৷ এবার করোনা আবহে আট মাস পাননি বেতন৷ তারই প্রতিবাদে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের সামনে ব্যাংক কর্মচারীদের থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন। শনিবার কৃষ্ণনগর সদর দফতরে অবস্থান-বিক্ষোভ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সমস্ত কর্মচারীরা।

এদিন থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘ আট মাস ধরে বেতন আটকে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবুও প্রতিদিনই গ্রাহক পরিষেবা দিয়ে আসছেন কর্মরত কর্মচারীরা। একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনওরকম কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। আজ সেই দাবিতেই থালা হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে তারা।

এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ম্যানেজারকে একটি ডেপুটেশন জমা দেয় তাঁরা। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের বেতন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুক ব্যাংক কর্তৃপক্ষ। না হলে আগামী দিনে আরও বৃহত্তম বিক্ষোভের পথে হাঁটবে তারা। আন্দোলনকারীদের অন্যতম সফিকূল শেখ বলেন, ‘‘সাতদিন দেখব৷ এরপর আমরা এই থালা বাটি নিয়ে টানা অনশন কর্মসূচি পালন করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *