ত্রিপুরা ‘দখলে’ এবার তৃণমূলের ভরসা দেব? সফরের সম্ভাবনা

ত্রিপুরা ‘দখলে’ এবার তৃণমূলের ভরসা দেব? সফরের সম্ভাবনা

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনে ব্যাপক সাড়া জাগানো জয়ের পর, তৃণমূল কংগ্রেস নিশানা করেছে ত্রিপুরা রাজ্যকে। ইতিমধ্যেই সেখানে প্রতিনিধি দল গিয়েছে ঘাসফুল শিবিরের এবং বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানে যা যা হচ্ছে সে ব্যাপারে প্রত্যেকেই অবগত। তবে এবার জানা যাচ্ছে, ত্রিপুরা জয় করতে আরও উঠে-পড়ে লাগছে তৃণমূল। কারণ সূত্রের খবর, এবার ত্রিপুরা সফরে যেতে চলেছেন ঘাসফুল শিবিরের তারকা সাংসদ দেব। অভিনেতা সাংসদের ওপর বাড়তি দায়িত্ব দিতে চলেছে শাসক শিবির।

আরও পড়ুন- ঘাটতি মেটাতে বাজার থেকে ভ্যাকসিন সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হল, আগামী সপ্তাহে ত্রিপুরা সফরে যেতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব, যদিও সফরের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি এবং এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি স্বয়ং দেব। যদিও দেব ত্রিপুরা সফরে গেলে তাঁর সঙ্গে আর কারা কারা যাবেন সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আগেই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে সুদীপ রাহারা সেই রাজ্যে গিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল বিজেপির বিরুদ্ধে এবং আক্রান্ত হয়েছেন। পরবর্তী ক্ষেত্রে সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, ডেরেক ও’ব্রায়েন সহ আরো অনেকেই। এবার দলের অভিনেতা-সাংসদের ওপর ভরসা করতে চলেছে শাসক দল। 

দেব কখনোই আক্রমণাত্মক মন্তব্য করে অন্য দল বা দলের নেতাদের নিশানা করেন না। বরং সকলকে পাশে নিয়ে চলার কথা বলে একসঙ্গে কাজ করার কথা ভাবেন। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে ত্রিপুরা সফরে গিয়ে আদতে আলোচনার বিষয়েই সবথেকে বেশি জোর দেবেন তিনি। সেই প্রেক্ষিতে তাঁর ত্রিপুরা সফর যে ব্যাপক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =