এবার ‘দুয়ারে’ই মিলবে স্বাস্থ্য সুবিধা, নয়া প্রকল্প রাজ্যের

এবার ‘দুয়ারে’ই মিলবে স্বাস্থ্য সুবিধা, নয়া প্রকল্প রাজ্যের

কলকাতা:  মানুষের সুবিধার্থে জনগণের দুয়ারে পৌঁছে গিয়েছে সরকার৷ গত ১৬ অগাস্ট থেকে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার শিবির৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য এখানে আবেদন করা যাচ্ছে৷ দুয়ারে সরকারের আদলেই এবার দুয়ারে স্বাস্থ্য প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ 

আরও পড়ুন- চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি, জানাল রেল

স্বাস্থ্যের উন্নয়নে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজ্য সরকার দুয়ারে সরকারের অনুকরণে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প আনছে৷ এই প্রকল্পে  বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনামূল্যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি পিপিপি মডেলেও নামমাত্র খরচে এই পরিষেবা মিলবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে নমুনা সংগ্রহের জন্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জেলা, মহকুমা, ব্লক, গ্রামীন বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোথায় কী ধরনের পরিষেবা রয়েছে, সে সম্পর্কে ইতিমধ্যে একটি খসড়াও তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। 

আরও পডুন- জনবহুল এলাকায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৯ লক্ষ টাকা ছিনতাই

উল্লেখ্য, ইতিমধ্যেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার ৯ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এই তথ্য থেকেই বোঝা যায় দুয়ারে সরকার প্রকল্প কতটা সফল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =