বার্লার পাশে এবার নিশীথও, পৃথক রাজ্যের দাবিতে সরব হতে চলেছে গেরুয়া শিবির

বার্লার পাশে এবার নিশীথও, পৃথক রাজ্যের দাবিতে সরব হতে চলেছে গেরুয়া শিবির

5a1eef26bbe19540dce0582def8236d7

মালদহ: উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন বার্লার দাবিকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বললেন, ‘‘বার্লা সঠিক কথায় বলেছেন৷ একজন জন প্রতিনিধি হিসেবে উনি তো মানুষের দাবিকে অস্বীকার করতে পারেন না৷ উত্তরবঙ্গ বাসীর মনের কথায় উনি বলেছেন৷’’ প্রসঙ্গত, কেন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা উচিত তার ব্যাখ্যাও দিয়েছেন নিশীথ৷

ক’দিন আগেই নিশীথের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে৷ এবার তার পাশে দলের আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাঁড়ানোয় নিশীথের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ কুণাল বলেন, ‘‘নিশীথ সুবিধেবাদী৷ তাই যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন এবিষয়ে উনি কোনও মন্তব্য করেননি৷ বিজেপিতে আসার পরই এখন পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন৷ মানুষ এশব আবোল তাবোল কথাকে গুরুত্ব দেবে না৷’’

মঙ্গলবার মালদহ জেলা বিজেপির ডাকে আয়োজন করা হয়েছিল শহিদ সম্মান যাত্রার। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেই কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ দাবি করেন, ‘‘ জনগণের ভোটে জন প্রতিনিধি হয়েছেন। তাই জনগনের আবেগকে সম্মান জানানো তাঁর কর্তব্য।’’ এরপরই কটাক্ষের সুরে বলেছেন, ‘‘এই রাজ্যে কলকাতার একটি ফ্লাইওভার তৈরিতে যা বরাদ্দ হয়, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তা বরাদ্দ করা হয় না। দীর্ঘদিন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য জনগনের দাবিকে সমর্থন করে সঠিক কাজই করেছেন বার্লা৷’’

ক’দিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে বার্লার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে৷ উত্তরবঙ্গের বাসিন্দাদের পৃথক রাজ্যের দাবির জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে দায়ী করে প্রশ্ন তুলেছিলেন, ‘‘কেন উত্তরবঙ্গের এতদিন কোনও উন্নয়ন হয়নি৷ এর দায় তো মুখ্যমন্ত্রীকেই নিতে হবে৷’’ এবার দিলীপের দেখানো পথে নিশীথও বার্লার পাশে দাঁড়ানোয় রাজনৈতিক মহলের মতে, আগামীদিনে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সরব হতে চলেছে গেরুয়া শিবির৷ এটা সম্ভবত তারই ইঙ্গিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *