‘পাগলামি ছাড়াতে হবে’, বিদ্যুতকে ঘেরাওয়ের নিদান ‘কেষ্টর’

‘পাগলামি ছাড়াতে হবে’, বিদ্যুতকে ঘেরাওয়ের নিদান ‘কেষ্টর’

বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করার নিদান দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তিনি বললেন, ২ থেকে ৩ দিন ঘেরাও হবে এবং পরের মাসেই হবে। ঘেরাও করার কারণ হিসেবে তিনি বলেন, উপাচার্যের পাগলামি ছাড়াতে চান তিনি! সব মিলিয়ে আবারও বিশ্বভারতী ইস্যু নিয়ে উত্তপ্ত বীরভূম।

আরও পড়ুন- কলকাতা লিগের সূচি প্রকাশ, এখনও অনিশ্চিত মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা

 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানান, ভিসিকে বাড়িতে ঘেরাও করা হবে এবং তৃণমূল কংগ্রেস পুরো সাপোর্ট করবে। ২ তারিখের পর ঘেরাও হবে, এক নাগাড়ে তিন দিন ঘেরাও করা হবে। অনুব্রতের কথায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যা ইচ্ছা তাই শুরু করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে জঞ্জাল ভর্তি হয়ে গিয়েছে, পরিস্কার করার বালাই নেই। বিশ্বভারতী বন্ধ রেখে কোনও কাজ করা হয়নি। ভিসি পাগল আর ওঁর পাগলামিটা ছাড়াতে হবে। কী ভাবে ছাড়াতে হয় সেটা তাঁরা জানেন বলে হুঙ্কার দেন তিনি। শেষে বলেন, পারলে উপাচার্য তাঁদের আটকাবেন। সূত্রের খবর, আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর করতে পারেন। সেই সফরের পরেই হয়তো নিজের ‘কথামত’ ময়দানে নামবেন তৃণমূল কংগ্রেসের ‘কেষ্ট’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =