কলকাতা: বহু বছর ধরেই আক্রান্ত ছিলেন ফুসফুসের রোগে। জীবন যুদ্ধের লড়াই শেষ হল গতকাল রাতে। প্রয়াত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনামন। ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার কারণে নিয়মিত চিকিৎসা চলত তাঁর, কিন্তু গতকাল রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। পালস রেট কমতে থাকে এবং তিনি আরো বেশি অসুস্থ বোধ করতে শুরু করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও অবশেষে তা সম্ভব হয়নি কারণ তার আগেই মৃত্যু হয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রীর। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়ের প্রয়াণে তিনি গভীর শোকাহত। তাঁর সঙ্গে তাঁর মধুর সম্পর্ক ছিল এবং এক সময় শিক্ষকতা এবং সংগীতচর্চার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সোনামনের মৃত্যুতে শিল্প এবং সংস্কৃতি জগতের এক বিরাট ক্ষতি হল।
আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগ’? গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী
প্রসঙ্গত, দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে কোচবিহারে চলে এসেছিলেন সোনামন মুখোপাধ্য়ায়। এর পরে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিবাহের প্রথম প্রথম তাঁরা থাকতেন শিলিগুড়িতে। পরবর্তী কালে কলকাতায় চলে আসেন তাঁরা। গতকাল রাত ৯টা নাগাদ যোধপুর পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনামন।