১০০ টিকার লাইনে হাজার জনতা! ভ্যাকসিন কেন্দ্রে ফের বিক্ষোভ

১০০ টিকার লাইনে হাজার জনতা! ভ্যাকসিন কেন্দ্রে ফের বিক্ষোভ

a26c8d345363d5c929d708255ee7e1f1

অশোকনগর: ভ্যাকসিন কেন্দ্রে বিশৃঙ্খলা। ১০০ জনের ভ্যাকসিন দেওয়া হবে অথচ লোক হাজির হাজারের উপরে। সামাল দিতে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ। উত্তর ২৪পরগনার অশোকনগরের গুমা-১ নম্বর পঞ্চায়েতের মানিকনগর সুস্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে পরিচিতদের ভ্যাকসিনের কুপন বিলির অভিযোগে এদিন বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা৷

ষাট উর্ধ বৃদ্ধ-বৃদ্ধারাও তিন দিন করে গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও  ফিরে যাচ্ছে বলে অভিযোগ। হাবরা ২ নং ব্লকের মানিকনগর স্বাস্থ্য কেন্দ্রের ছবি এটি। এখানে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের অভিযোগ স্লিপের মাধ্যমে পঞ্চায়েত সদস্যরা নিজের ইচ্ছামত মানুষকে ভ্যাক্সিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। পরে অবশ্য গুমা একনম্বর পঞ্চায়েতের প্রধান জেসমিন সাহাজির হস্তক্ষেপে ব্লক ও এলাকার স্বাস্থ্য বিভাগে জানিয়ে এদিন মোট আড়াইশো জনের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।

বাকিদেরও পরবর্তীতে ভ্যাকসিন দেওয়া হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ থামায় বাসিন্দারা । হাজারের উপরে লোক ভ্যাকসিন দিতে চলে আসে অথচ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল মাত্র ১০০ জনের আর তাতেই বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানায় প্রধান। যদিও প্রশ্ন উঠছে, এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন? তার অবশ্য কোনও সদুত্তর পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *