কলকাতা: মাস পড়তেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ মাত্র দুই সপ্তাহের মাথাতেই ফের গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের৷ ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একলাফে বাড়ল ২৫ টাকা৷ যার জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম দাঁড়াল ৯১১ টাকা৷ ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে রান্নার গ্যাস৷
আরও পড়ুন- উৎসশ্রী পোর্টালে ‘সিঙ্গেল সাবজেক্ট’ শিক্ষকদেরও বদলির দাবি!
গত মাসেই ২৫ টাকা বেড়েছিল এলপি’র দাম৷ মাস পড়তে ফের ২৫ টাকা দাম বাড়ানো হল৷ যার জেরে চিন্তা বাড়ল হেঁশেলে৷ এমনিতেই করোনা আবহে মধ্যবিত্তের পকেটে টান৷ তার উপর লাফিয়ে লফিয়ে গ্যাসের দাম বাড়লে মানুষ খাবে কি? বাজারে অন্যান্য সামগ্রীর দামও আকাশ ছোঁয়া৷ এরই মধ্যে ডিসেম্বর থেকে গত আট মাসে রান্নার গ্যাসের দাম দফায় দফায় বেড়েছে ২৯০ টাকা৷
অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম৷ সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল৷ তার উপর রান্নার গ্যাসের দাম হচ্ছে আকাশ ছোঁয়া৷ দুই সপ্তাহের মধ্যে ৫০ টাকা বেড়ল গ্যাসের দাম৷ রান্নার গ্যাসের পাশাপাশি এদিন বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়িনো হয়েছে৷ যা মূলত রেস্তোরাঁয় ব্যবহার করা হয়ে থাকে৷ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হল ১৭৭০.৫০ টাকা।
আরও পড়ুন- তিন জেলা নিয়েই বেশি চিন্তা রাজ্যের, একদিনে সুস্থ ৬৪০
প্রসঙ্গত, ভর্তুকির পরিমান আগের চেয়ে কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন ৯টা করে ভর্তুকীযুক্ত গ্যাস দেওয়া হয়। ফলে ভর্তুকিহীন এবং ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দামের খুব একটা ফারাক নেই। পুরো টাকাটাই গ্রাহককে দিতে হচ্ছে নিজের পকেট থেকে।