মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

কলকাতা: কোভিড বিরোধী যুদ্ধে অন্যতম অস্ত্র হল মাস্ক৷ ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক৷ কিন্তু করোনার প্রকোপ একটু কমতেই ফের ঢিলেঢালা মেজাজে শহরবাসী৷ নাক থেকে নেমে মাস্কের জায়গা হয়েছে থুতলিতে৷ অনেকে তো আবার মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন রাস্তায়৷ এই অবস্থায় বিধি ভাঙার দায়ে শাস্তি স্বরূপ বরাদ্দ হয়েছে মাত্র ১০০ টাকা৷ আর সরকারের এই নিয়মেই উঠেছে প্রশ্ন৷ চিকিৎসক থেকে সমাজের বিশিষ্টজনেরা বলছেন, বিধি ভাঙার শাস্তি এত কম হবে কেন? আজকের বাজারে ১০০ টাকা অনেকের কাছেই জল ভাত৷ অনেকেই হয়তো ভেবে নেবেন ১০০ টাকা গেলে যাব, মাস্ক পরে কী হবে!

আরও পড়ুন- ফের লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, চিন্তায় মধ্যবিত্ত

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিয়ে উঠতেই চোখ রাঙাতে শুরু করেছে তৃতীয় ঢেউ৷ গত কয়েক সপ্তাহ আক্রান্তের সংখ্যা ৫০ থেকে ৭৫-এর মধ্যে ঘোরাফেরা করলেও, ফের গড়ে আক্রান্তের সংখ্যা ১০০ দাঁড়িয়েছে৷ উৎসবের মরশুমে হাটে বাজারেও বাড়ছে ভিড়৷ মাথায় উঠেছে দূরত্ববিধি৷ তারই মধ্যে বহু মানুষ বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়া৷ এই পরিস্থিতিতে লাগাম টানতে বুধবার থেকে শহরজুড়ে বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ৷ 

আরও পড়ুন- উৎসশ্রী পোর্টালে ‘সিঙ্গেল সাবজেক্ট’ শিক্ষকদেরও বদলির দাবি!

জানা গিয়েছে, আজ থেকে শুধু বড় রাস্তায় বা বাজার এলাকায় নয় পাড়ায় পাড়ায় ঘুরবে পুরসভা ও পুলিশের যৌথ দল৷ মাস্ক ছাড়া কাউকে দেখা গেলেই তাঁকে গ্রেফতার করা হবে৷ এর পর ১০০ টাকা দিয়ে থানা থেকে জামিন করাতে হবে৷ সবই ঠিক আছে৷ কিন্তু জরিমানার অঙ্ক এতটা কম কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ যদিও কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম মনে করেন, জরিমানার অঙ্ক বাড়ালেই যে সকলে নিয়ম মেনে চলবেন, সেটা ভাবা ঠিক নয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 19 =