বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা খনি হবে দেউচা-পাচামি, হবে লক্ষাধিক কর্ম সংস্থান, ঘোষণা মমতার

 আগামী ১০০ বছরে বাংলায় বিদ্যুতের অভাব হবে না, ঘোষণা মমতার 

কলকাতা:  পূর্ব বর্ধমান সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে শিল্পতালুকে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি৷ এদিন পানাগড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, প্রতিটি প্রকল্প শুরু হয়ে গিয়েছে৷ প্রায় ২ কোটি মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছে৷ এর মধ্যে দেড় কোটি তো মহিলাই৷ মহিলাদের শক্তিশালী করতে এটা অভিনব কনসেপ্ট৷ কিন্তু এখন আমার লক্ষ্য শিল্প৷ 

আরও পড়ুন- পুলিশকে নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছে, তাঁদের শুভবুদ্ধি উদয় হোক: মমতা

মুখ্যমন্ত্রী জানান, এর জন্য একটা এমপাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করা হয়েছে৷ জানি গিয়েছে, যার চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রী৷ এছাড়াও রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্য কয়েকটি দফতরের মন্ত্রী৷ রয়েছেন মুখ্য সচিব থেকে শুরু করে আছেন অন্যান্য আমলারাও৷ মুখ্যমন্ত্রী বলেন, এই সুপারিশটা করেছিলেন তরুণ ঝুনঝুনওয়ালা৷ এটা অত্যন্ত কার্যকর৷ এবার থেকে প্রতি মাসে একটা করে বৈঠক করা হবে৷ কী জমা পড়ল, কী পড়ে থাকাল, কেন ক্লিয়ার হল না, কতটা সাহায্য করা সম্ভব, সবটাই খতিয়ে দেখা হবে৷ 

মুখ্যমন্ত্রীর কথায়, সামাজিক প্রকল্পে আমরাই এক নম্বর৷ এই কাজ করা কারও পক্ষে সম্ভব নয়৷ এবার লক্ষ্য শিল্প৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা খনি হবে দেউচা-পাচামিতে৷ সেখানে  বিদ্যুৎ উৎপাদন হবে৷ যার জেরে আগামী ১০০ বছরে বাংলায় বিদ্যুতের অভাব হবে না৷  ২-৩ বছরের মধ্যে কাজ সম্পন্ন হয়ে গেল বিদ্যুতের খরচও কমে যাবে৷  এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ের জমি সরকারের হাতেই রয়েছে৷ দ্বিতীয় ধাপে স্কুল, কলেজ, রাস্তা হাসপাতাল তৈরি সব করে দেওয়া হবে৷ দেউচা-পাচামির জন্য সরকার প্রস্তুত৷  এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে৷  লক্ষাধিক ছেলেমেয়ের কর্ম সংস্থান হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =