আরও বাড়ল মেট্রোর সংখ্যা, শেষ ট্রেনের সময়ও বদলালো

আরও বাড়ল মেট্রোর সংখ্যা, শেষ ট্রেনের সময়ও বদলালো

কলকাতা: কোভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে দিনে ২৪০ টির পরিবর্তে ২৪৬ টি ট্রেন চালানো হবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর এই দুই প্রান্ত থেকেই সকাল সাড়ে ৭ টায় প্রথম ট্রেন ছাড়বে। সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। শেষ ট্রেন রাত ৯ টার পরিবর্তে দুই প্রান্ত থেকেই সাড়ে ৯ টায় ছাড়বে বলে জানানো হয়েছে। শনিবার ১৭২ টির পরিবর্তে ১৭৮ টি ট্রেন এবং রবিবার ১১২ টির পরিবর্তে ১১৬টি বিশেষ ট্রেন চালানো হবে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় অপরিবর্তিতই থাকছে বলে জানান হয়েছে। 

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক: শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ ঘোষণা ব্রাত্যের

এদিকে ইতিমধ্যেই ৩১ অগাস্ট পর্যন্ত যে বিধিনিষেধ জারি ছিল, তা এখন বাড়ান হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে তবে আরও কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য প্রশাসন। আগের মতই জারি থাকছে নাইট কার্ফু। নবান্ন থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। তবে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে করোনার বিধি মেনে খোলা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলি। বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে বলে জানান হয়েছে নির্দেশিকায়। আরও জানান হয়েছে, জরুরি পরিষেবা ছাড়ের যে নিয়ম তা আগের মতোই বহাল থাকবে এবং নাইট কার্ফুর সময়ও একই রাখা হয়েছে রাত ১১ টা থেকে ভোর ৫ টা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nine =