বিমান দুর্ঘটনায় মৃত ব্রাজিলের ৪ ফুটবলার, শোকস্তব্ধ বিশ্ব ফুটবল

বিমান দুর্ঘটনায় মৃত ব্রাজিলের ৪ ফুটবলার, শোকস্তব্ধ বিশ্ব ফুটবল

 

ব্রাজিল: শোকের ছায়া ফুটবল বিশ্বে। মর্মান্তিক বিমান দুর্ঘটনা ব্রাজিলে। মৃত ফুটবল ক্লাব পালমাসের প্রেসিডেন্ট-সহ আরও চার তরুণ ফুটবলার। রবিবারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিল-তথা বিশ্ব ফুটবলে।

রবিবার ব্রাজিলের ক্লাব পালমাসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, কোপা ভারদে টুর্নামেন্টে ভিলা নোভা ক্লাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য একটি হালকা বিমানে চড়ে ৮০০ কিমি দূরে গোইয়ানিয়া যাচ্ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট লুকাস মেরা-সহ চার ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গিলের্মে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি। পথে বিমানটি ভেঙে পড়ে। পাইলট ওয়াগনার-সহ পাঁচজন, সকলেরই তৎক্ষণাৎ মৃত্যু হয়।

সূত্রে খবর, বিমানটি টেক-অফের সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রানওয়ের ঠিক শেষে পাশের একটি জঙ্গলের মাটিতে ভেঙে পড়ে। বিমানে উপস্থিত সকলেই মারা যান। এই ঘটনায় শোকস্তব্ধ ব্রাজিল তথা বিশ্ব ফুটবল। শোকবার্তা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও ফিফা। প্রসঙ্গত, একইভাবে এক বছর আগে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট ও তার মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 14 =