ব্যারাকপুর: ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল টিটাগরে অন্নপূর্ণা দেবী রোডে। টিটাগর থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণাদেবী রোডে বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়িতে রবিবার ভোর বেলায় দুটি গাড়িতে চারজন দুষ্কৃতী আসে। তারা বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়ি লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। সেই সময় বিজেপি কর্মী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন৷ আর কেউ বাড়িতে না থাকায় অল্পের জন্য বেঁচে যান সুরেশবাবু ও তার পরিবার।
ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাসিন্দারা৷ তাঁরা বলছেন, ‘‘পুলিশ নিস্ক্রিয়৷ তাই এলাকায় বাড়ছে দুষ্কৃতী দাপট৷ এই ঘটনা আরও একবার সেটাই প্রমাণ করল৷’’ অবিলম্বে দোষীদের গ্রেফতারের পাশাপাশি এলাকায় পুলিশি টহলেরও দাবি তুলেছেন বাসিন্দারা৷ কারণ, সাত সকালের বোমা বাজির ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷ সকাল পেরিয়ে বেলা গড়িয়ে গেলেও এলাকায় রয়েছে থমথমে আতঙ্কের পরিবেশ৷
কারণ, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে তাতে দুষ্কৃতীদের প্রভাবশালী যোগ উড়িয়ে দিচ্ছেন না বাসিন্দারা৷ পুলিশ অবশ্য জানিয়েছে, এলাকায় টহলের ব্যবস্থা করা হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷ শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা৷ যদিও পুলিশের কথায় ভরসা রাখতে পারছেন না বাসিন্দারা৷