কমিশন মমতাকে জেতাতে উঠে পড়ে লেগেছে: দিলীপ

কমিশন মমতাকে জেতাতে উঠে পড়ে লেগেছে: দিলীপ

dilip

 

দুর্গাপুর: শনিবারের পর ফের রবিবার৷ কমিশনের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তীব্র শ্লেষের সুরে বললেন, ‘‘কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো৷’’ রবিবার দুর্গাপুরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি৷

ভবানীপুর সহ রাজ্যের তিনটি কেন্দ্রে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচন হবে৷ শনিবার এই ঘোষণা সামনে আসতেই কমিশনের বিরুদ্ধে সেদিনই তোপ দেগেছিলেন দিলীপবাবু৷ দাবি করেছিলেন, ‘‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন কমিশন কারও দ্বারা প্রভাবিত হয়ে ভোট ঘোষণা করেছে।” তারপরই এদিন আরও একধাপ এগিয়ে আক্রমণের সুর চড়িয়েছেন দিলীপ৷

যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, দু’দিন আগে পর্যন্ত কমিশনের ভূমিকায় খড়গহস্ত ছিল শাসকদল৷ অন্যদিকে কমিশনের ইচ্ছেকে সকলের মান্যতা দেওয়ার কথা শোনা যাচ্ছিল গেরুয়া শিবিরের বড়-মেজো-সেজো মুখে৷ তারই জেরে কমিশন সুকৌশলে তিনটি কেন্দ্রে ভোট ঘোষণা করে মধ্যপন্থা নিয়েছে বলে মত ওই মহলের৷ কিন্তু তারপরই যেভাবে বিজেপির বিরাগভাজন হতে হয়েছে তাতে ক্ষুব্ধ কমিশনের কর্তারাও৷

এদিন দুর্গাপুরে দিলীপবাবু আরও দাবি করে বলেন যে, ‘‘রান্নার গ্যাসের দাম মনমোহন সিংয়ের আমল থেকেই বাড়ছে। বিশ্ব দরবারে যখন দাম বাড়ে তখন দেশেও পেট্রোল-ডিজেলের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বাড়ে। সরকার অনেকবার কমানোর চেষ্টা করেছে।’’ একই সঙ্গে রাজ্যে একের পর এক বিজেপির বিধায়কের বেসুরো হওয়া প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, অনেকেরই ব্যবসা-বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে সেই কারণে তারা বেসুরো হচ্ছে। তবে যারা বেসুরো হচ্ছে তারা কোনওদিন বিজেপির ছিলেনই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =