উলটো সুর বিজেপি বিধায়কের মুখে, অস্বস্তিতে নেতৃত্ব

উলটো সুর বিজেপি বিধায়কের মুখে, অস্বস্তিতে নেতৃত্ব

dca6f39f0bcd1eef6742ddb4f72b0a86

রায়গঞ্জ: বিজেপি জেলা নেতৃত্ব ও সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলের নানান কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রবিবার তাঁর নিজস্ব দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন বিধায়ক।

মূলত জেলা সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণ কল্যানী। মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে দল চালাচ্ছেন জেলা সভাপতি, ষড়যন্ত্রের রাজনীতি করছেন বলেও এদিন জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেন কৃষ্ণ কল্যানী। বেশ কিছুদিন থেকেই উত্তর দিনাজপুর জেলা বিজেপির অন্দরে চাপা উত্তেজনা চলছিল। মূলত নতুন জেলা কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভ ছড়াচ্ছিল বিজেপির অন্দরে। এই নিয়ে জেলা কার্যালয়ে বিক্ষোভও দেখান বিজেপির কর্মী সমর্থকেরা।

শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। আর তারপরের দিনই বিজেপির জেলা নেতৃত্ব ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত রকমের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করলেন কৃষ্ণ কল্যানী। স্বভাবতই বিধায়কের এমন সিদ্ধান্ত নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কী এবার রায়গঞ্জের বিধায়কও তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়াচ্ছেন? যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেন নি বলেই জানিয়েছেন কৃষ্ণ কল্যানী। তবে আগামীতে কোন পথে তিনি রাজনীতি করবেন সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি৷

সাংবাদিক সম্মেলনে বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, ‘‘জেলা সভাপতিকে নিয়ে অন্য বিধায়ক এবং কার্যকর্তাদের মধ্যে দীর্ঘদিন থেকেই একটা মতবিরোধ চলছিল। রাজ্য নেতৃত্বের কাছেও বিষয়টি জানানো হয়। বিধায়কদের বৈঠকেও দলীয় নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরা হয়। তবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও উত্তর না মেলায় এদিন এই সিদ্ধান্ত নিয়েছি। বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আমি পালন করে যাব। তবে দলীয় কোনও কার্যক্রমের সঙ্গে আমি আর যুক্ত থাকছি না।’’

দলের জেলা সভাপতির পাশাপাশি এদিন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, ‘‘ওঁনাকে দেখা যায়? রায়গঞ্জের মানুষের মধ্যে দীর্ঘদিন থেকেই এই ক্ষোভ রয়েছে যে, তাঁকে দেখা যায় না।’’ এদিকে বিধায়কের বক্তব্যের বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘দলে ব্যক্তি আমি বলে কিছু নেই। সমষ্টিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে দল চলে। সংগঠনের জন্য প্রত্যেকেই গুরুত্বপূর্ণ৷ তবে বিধায়ক ও আমার মধ্যে কোনও সমস্যা নেই। আমি রাজ্যের সঙ্গে এই বিষয়ে কথা বলব। পাশাপাশি বিধায়কের সঙ্গেও এই নিয়ে আলোচনা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *