আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ফের CBI নোটিশ

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ফের CBI নোটিশ

 

কলকাতা:  আইকোর মামলায় ফের তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই৷ ১৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ ওই দিন সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে৷  

আরও পড়ুন- ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির দোরগোড়ার পড়ল পর পর বোমা

সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে ফের নোটিশ পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ তাঁদের দাবি, আইকোর মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই-এর হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে৷ সেখানে আইকোর কর্তার সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ওই ভিডিয়োতে তাঁকে আইকোরের সমর্থনে বক্তৃতা দিতেও দেখা যায়৷ তিনি কি জানতেন না আইকোরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল? বেআইনি ভাবে আইকোর বাজার থেকে টাকা তুলছে৷ আইকোরের হয়ে কেন বক্তৃতা করলেন তিনি? পাশাপাশি আইকোরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু ক্লাবের ব্যাঙ্ক অ্যকাউন্টেও টাকা গিয়েছিল৷ সেই বিষয়েও পার্থ চট্টোপাধ্যায়ের থেকে জানতে চাইবেন সিবিআই কর্তারা৷ ওই ভিডিয়ো ফুটেজ দেখিয়েও প্রশ্ন করা হবে৷ পাশাপাশি ওই অনুষ্ঠানে আর কে কে উপস্থিত ছিলেন তাও জানতে চাওয়া হবে তাঁর কাছে৷ 

আরও পড়ুন- আয়ের উৎস কি? জানতে চেয়ে অভিষেককে ফের তলবের সম্ভাবনা ED-র

উল্লেখ্য এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল৷ নোটিশ পাঠিয়েছিল ইডি৷ তিনি সেই সময় তিনি হাজিরা দেননি৷ বিভিন্ন কারণ দেখিয়ে সময় চেয়ে নিয়েছিলেন৷ এবার ফের নোটিশ দিল সিবিআই৷ অফিসাররা জানিয়েছেন, বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত তাঁরা করছেন৷ কোনও ভাবে আইকোরকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন কিনা, আইকোর কর্তার সঙ্গে তাঁর সম্পর্ক কী ছিল, সে সব জানতে চাওয়া হবে৷ পাশাপাশি সিবিআই সূত্রে দাবি, এই মামলায় একাধিক ব্যক্তির বয়ানেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =