পুজোর মিটিং নিয়ে নালিশ! ওঁরা বাঘ হলে আমি বুনো ওল

পুজোর মিটিং নিয়ে নালিশ! ওঁরা বাঘ হলে আমি বুনো ওল

কলকাতা:  নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেও কেন পুজো নিয়ে বৈঠক, তা নিয়ে অভিযোগের আঙুল তুলেছিল বিরোধীরা৷ আজ কর্মিসভার বৈঠক থেকে তার জবাব দিলেন মমতা৷ তিনি বলেন, বিজেপি বিড়ালের মতো উঁকি মেরে বসে থাকে, আমি কী বলি তা শুনে অভিযোগ করার জন্য৷ গতকাল কেন পুজোর মিটিংয়ে গিয়েছি, তা নিয়েও অভিযোগ করেছে৷ ওঁরা জানে না, ওঁরা বাঘ হলে আমি বুনো ওল৷ আমি এত বোকা? আমি নতুন প্রকল্প বলব কেন? মুখ্যসচিব বলবেন৷ সরকারি কর্তারা বলবেন৷ তাঁরা উদ্বোধনও করতে পারেন৷ এতে কোনও অসুবিধা নেই৷ তাই ইশারাই কাফি৷ 

আরও পড়ুন- ‘আমি ষড়যন্ত্রের বলি হয়েছি, তাই আবার নির্বাচনে দাঁড়াতে হল’, তোপ মমতার

মমতা আরও বলেন, সমন্বয় করতে হবে বলেই সমন্বয় মিটিংয়ে গিয়েছিলাম৷ এক মাস আগে না বললে কবে বিসর্জন হবে, সেটা পুজো কমিটির পক্ষে জানা সম্ভব নয়৷ কারণ কোভিড চলছে৷ কিন্তু মুর্খরা জানবে কী করে? ওঁদের মুখ দিয়ে ভালো কথা বেরয় না৷ পুজো এলেই বলবে, দুর্গা পুজো করতে দেয় না৷ আমি মিটিং করলে অভিযোগ চলে যায়৷ পুজোতে কেন সাহায্য করবে, তা নিয়ে নালিশ ঠোকা হয়৷ আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ করে দিয়েছে৷ আর ভোট এলেই বলবে লক্ষ্মী পুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না৷ উৎসব যার যার নিজের৷ বাক্য আমার চিন্তা তোমার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =