কলকাতা: দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। রাজ্য সরকারের এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে তিনটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের আইনজীবীর দাবি, এটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয় কী ভাবে প্রকল্প বাস্তবায়ন করবে রাজ্য সরকার গুলি। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক রেশন দোকান থেকে ন্যায্য মূল্যে উপভোক্তারা রেশন পেয়ে থাকেন। সুতরাং এই নিয়মকে বদলাতে পারে না রাজ্য সরকার।
আরও পড়ুন- সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কুণালের
এদিকে, রাজ্যের এডভোকেট জেনারেল বলেন, যৌথ লিস্টে রয়েছে রেশন ব্যবস্থা সংক্রান্ত আইন। সাধারণ মানুষ বা উপভোক্তাদের কথা ভেবেই সরকার এই প্রকল্প চালু করেছে। অন্যদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের পক্ষ থেকে আবেদন জানানোর আর্জি জানালে আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। আদালত জানিয়েছে, মামলাটি শোনা হয়েছে, প্রয়োজন হলে তাঁর বক্তব্য শোনা হবে। এই মামলার শুনানি আগামীকাল বেলা দুটোয়। ইতিমধ্যে জানা গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। উৎসবের মরশুমে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে রেশন। কিন্তু গ্রাহকদের দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার আগে কমিশন বৃদ্ধি, পরিবহণ খরচ দেওয়ার দাবি তুলেছিলেন রেশন ডিলাররা। খাদ্য দফতর সূত্রে খবর, সেই দাবি মেনে তাঁদের কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন- পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে? বিস্ফোরক কুণাল
প্রতি কুইন্টাল খাদ্যশস্যে ৫০ টাকা কমিশন বাড়ানো হয়েছে। এতদিন প্রতি কুইন্টাল খাদ্য শস্যের জন্য ৭৫ টাকা করে কমিশন পেতেন রেশন ডিলাররা। এবার সেটা বাড়িয়ে ১২৫ টাকা করা হচ্ছে। বায়োমেট্রিক করতে হলে কুইন্টাল প্রতি মিলবে আরও ২৫ টাকা৷ সব মিলিয়ে ডিলাররা ২০০ টাকা দেওয়ার দাবি জানালেও, তা ১২৫ টাকা হয়েছে৷ এর ফলে রাজ্যের প্রায় ৩১০০ রেশন ডিলার উপকৃত হবেন। ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে বলে খাদ্যদফতর আগেই বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম পর্যায়ে ১৫ শতাংশ রেশন ডিলার এই প্রকল্পের আওতায় আসবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে।