নিলামে উঠল হিটলারের টয়লেট সিট! কত দাম উঠল জানেন?

নিলামে উঠল হিটলারের টয়লেট সিট! কত দাম উঠল জানেন?

a583004b21124e7a9e1c612e38a3a159

058d5b32c13bae297e3453a77cb6d7be

বন: অ্যাডলফ হিটলার৷ স্বৈরাচারী শাসকের তালিকায় বোধহয় তার নাম শীর্ষে থাকে৷ এই হিটলারের টয়লেট সিট এবার উঠল নিলামে৷ জানেন কত টাকায় নিলাম হল সেটি? কাঠের তৈরি এই টয়লেট সিটের দাম শুনলে আপনার চোখ উঠবে কপালে৷ হতবাক হয়ে যাবেন আপনি৷ তবে তার আগে জানা যাক, হিটলারের ব্যবহৃত এই সিটটির চুরি যাওয়ার গল্প৷ সম্পূর্ণ কাঠের তৈরি এই সিটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার ব্যবহার করেছিলেন। কিন্তু পরে সেটি চুরি হয়ে যায়৷ 

বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই টয়লেট সিটটি বহু বছর আগে হিটলারের একটি ব্যক্তিগত স্নানাগার থেকে চুরি করে নিয়েছিলেন একজন আমেরিকার সেনা। এই সিটটি রাখা ছিল বারগফে। রাগনভাল্ড বোর্চ নামের ওই আমেরিকান সেনা জানিয়েছিলেন, তাকে বলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত ওই জায়গা থেকে তিনি যা চান নিয়ে যেতে পারেন। এই সুবর্ণ সুযোগ ছাড়েননি বোর্চ৷ 

তিনি আগে ওই কাঠের টয়লেট সিটটি নেন। যা বেভারিয়ান আল্পসে হিটলারের ব্যক্তিগত স্নানাগারে রাখা ছিল। জানা যায়, টয়লেট সিট নিয়ে যেতে দেখে, তাকে বাকি সেনা জওয়ানরা প্রশ্ন করেছিলেন, কেন এই কাজ করছেন? বোর্চ তাতে উত্তর দেন, যেখানে হিটলার মল ত্যাগ করতেন, সেটাও ঐতিহাসিক৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিনগুলিতে হিটলারের মৃত্যুর পরে মার্কিন সেনাবাহিনী বের্কেসেগডেনে পৌঁছেছিল। পাহাড়ের মাঝে  সমভূমিতে অবস্থিত এই বাড়িতে মাঝে মাঝে  ছুটি কাটাতে আসতেন হিটলার। জানা যায় হিটলারের এই টয়লেট সিটটি সাদা রঙের, যার প্রস্থ ৪৫ ইঞ্চি। সিটটির পেছনে রয়েছে দুটি স্টিলের হুক৷ এবারে আসা যাক ওই টয়লেট সিটটির নিলামে কত দাম উঠেছে৷ 

জানা গিয়েছে, এই টয়লেট সিটের নিলাম শুরু হয়েছিল ৫ হাজার ডলার থেকে। আশা করা হয়েছিল যে খুববেশি হলে এর দাম ১৫ হাজার ডলারে পর্যন্ত যেতে পারে। কিন্তু সেটি শেষপর্যন্ত নিলাম হল ১৯ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম ১৩ লক্ষ টাকা। ভাবতে পারছেন৷ ১৩ লক্ষ টাকায় নিলামে বিক্রি হল হিটলারের টয়লেট সিট৷ আর তা হবে নাই বা কেন? যতই হোক ‘অ্যান্টিক’ তো! এই টয়লেচ সিটের সঙ্গে হিটলারের কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিলাম করা হয়েছে। এর মধ্যে হিটলারের শেভিং মগ এবং মিউনিখ অ্যাপার্টমেন্ট তাঁর একটি প্রতিকৃতি রয়েছে। এছাড়াও হিটলারের ব্যক্তিগত হেয়ারব্রাশও ইউএস প্যারাসুট রেজিমেন্টের এক সৈনিকের হাতে লুট হয়েছিল। এই হেয়ার ব্রাশে থাকা হিটলারের কিছু চুলও নিলাম হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *