ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখেই প্রচারে ঝড় তুলতে মরিয়া শুভেন্দু

ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখেই প্রচারে ঝড় তুলতে মরিয়া শুভেন্দু

 
কলকাতা ও ব্যারাকপুর: নন্দীগ্রামে করে দেখিয়েছেন৷ এবার ভবানীপুর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সংগঠনকে সর্বতোভাবে নেমে পড়ার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা, খুন এবং মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় যে উপ-নির্বাচনের প্রচারে বিজেপির প্রধান হাতিয়ার তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

শুভেন্দুর দাবি, ‘‘ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখেই আমরা মানুষের কাছে পৌঁছাব৷ একই সঙ্গে বাংলার বেকারত্বের হালও জনগণের সামনে তুলে ধরবেন কর্মীরা৷ পরাজিত এমএলএ চিফ মিনিস্টারের রাজত্বে ভোট পরবর্তী সন্ত্রাসে প্রায় ১ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে৷ ৫০ জন খুন হয়েছেন৷ ৩০০ জন মহিলা অত্যাচারিত৷ এসবের প্রতিবাদ জানানোর জন্যই মানুষকে বলব- মমতা নয়, প্রিয়ঙ্কাকে ভোট দিন৷’’

শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে, একই দিনে প্রার্থী তালিকা সামনে এনেছে গেরুয়া শিবির৷ ভবানীপুর থেকে লড়ছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিদি বনাম দিদির লড়াইয়ে এবার জমে উঠেছে ভবানীপুর৷ দু’তরফই শুধু প্রচারে নেমে পড়েছে তা নয়, স্টার ক্যাম্পেনিংয়ের তালিকাও চূড়ান্ত৷ ইতিমধ্যে মমতা যেমন চেতলাতে কর্মী সভা করেছেন একইভাবে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই সোশ্যাল সাইটকে হাতিয়ার করে পাল্টা প্রচারে নেমে পড়েছেন প্রিয়ঙ্কাও৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন: নির্বাচনী কেন্দ্রের নাম যেহেতু ভবানীপুর এবং প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বভাবতই শেষ মুহূর্ত পর্যন্ত এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গেরুয়া শিবির৷ সেটা আবারও স্পষ্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, প্রিয়ঙ্কাকে জেতাতে তিনি এবং পুরো দল সর্বতোভাবে সহায়তা করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *