ব্যারাকপুর: ভোর রাতে সাংসদের বাড়িতে বোমা-হামলার ঘটনায় এবার তদন্তভার নিল National Investigation Agency বা এনআইএ৷ এনআইএ-র তরফে এখনও কোনও তথ্য না পাওয়া গেলেও শুক্রবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর কথায়, ‘‘আমি এখানে এসেই শুনলাম এনআইএ তদন্তভার গ্রহণ করেছে৷ তবে এর বেশি আমি কিছু জানি না৷ বলতেও পারব না৷’’
গত বুধবার সকালে সাংসদের মজদুর ভবনের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ দিল্লি থেকে তিনি টুইটে লেখেন, ‘‘পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণই নেই। সকালে সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা ফাটানো হয়। আইনশৃঙ্খলার পক্ষে যা ভয়াবহ।’’ রাতে বাড়ি ফিরে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন অর্জুন সিং৷ বলেছিলেন, ‘‘এনআইএ তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে, আমার বাড়িতে বারংবার কারা হামলা চালাচ্ছে৷’’ কেন এই বোমা হামলা তার ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু দাবি করেছেন, ‘‘অর্জুন সিং যাতে রাজনীতিতে না থাকেন, পৃথিবীতে না থাকেন তার জন্য মাধে মধ্যে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল৷ মণীশের ঘটনার দিনও প্রধান টার্গেট কিন্তু ছিল অর্জুন সিংই৷ এনআইএ তদন্ত শুরু করেছে৷ আশাকরি খুনীরা এবার গ্রেফতার হবে৷’’
অন্যদিকে ওই বোমা হামলার ঘটনার পরই তৃণমূলের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেছিলেন, ‘‘সাংসদের বাড়িতে হামলা নয়। সাংসদের লোকজন সাধারণ মানুষের ওপর হামলা করছে। ওই মজদুর ভবনের সামনে দিয়ে গেলে সাধারণ মানুষকে যখন তখন ধরে মারধর করা হচ্ছে৷ সিআইএসএফ দাঁড়িয়ে থাকছে, আর তাঁদের সামনেই মারধর করা হচ্ছে৷ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করতে আজ ওর নিজের লোকেরাই বাড়ির সামনে বোমা মেরেছে৷’’ সূত্রের খবর, আজ শনিবার ঘটনাস্থলে যেতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ কারা বোমা মেরে ছিল? কি ধরনের বোমা ব্যবহার হয়েছিল? তার তদন্ত করবে NIA। যদিও তদন্ত বা তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷