ব্যারাকপুর: ভাটপাড়ার ৩৫নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর এলাকায় পাওনাদারের গুলিতে মায়ের সামনে সন্তানের খুন হওয়ার ঘটনাটিতে এবার লাগল রাজনীতির রঙ৷ পাওনা টাকা আদায় নিয়ে বিবাদের জেরে শনিবার রাতে মায়ের সামনে ছেলেকে খুন করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে জগদ্দল বিধানসভা কেন্দ্রে। সেই খুনের ঘটনায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের দাবি, খুনী অভিযুক্ত মনু সাউ জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ।
এদিন অর্জুন সিং তার নিজের মোবাইলে সোমনাথ শ্যামের সঙ্গে অভিযুক্ত মনু সাউয়ের ছবি দেখিয়ে এমনটাই দাবি করেছেন৷ বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘‘এখানে পাওনা টাকা নিয়ে বিবাদ নয়৷ তোলা আদায় করতে গিয়ে সেই টাকা না পেয়েই তৃণমূল কর্মী মনু সাউ সিকন্দরকে গুলি করে খুন করেছে।’’ এরপরই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান তিনি৷
বিজেপি সাংসদের কথায়, ‘‘যেকোনও খুনই দু:খজনক৷ এভাবে মায়ের সামনে ছেলেকে হত্যা করা মেনে নেওয়া যায় না৷ আমি দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই তদন্ত হলেই বোঝা যাবে যে আমার দাবি ১০০ শতাংশ সঠিক৷ কারণ, ওই খুনী সোমনাথ শ্যামের ঘনিষ্ট৷’’ অন্যদিকে অর্জুন সিংয়ের অভিযোগ উড়িয়ে তাঁর দিকেই অভিযোগের পাল্টা আঙুল তুলেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম৷
সোমনাথের দাবি, ‘‘খুনী তৃণমূল নয় বিজেপির লোক৷ অর্জুনের অনুগামী৷’’ সব মিলিয়ে সিকান্দার সাউ খুনের ঘটনা নিয়ে ফের রাজনৈতিক ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া জগদ্দল এলাকা। যদিও এলাকাজুড়ে এখনও রয়েছে থমথমে পরিবেশ৷ একই সঙ্গে শোকের ছায়াও৷ সাধারণ মানুষের দাবি, অভিযোগ, পাল্টা অভিযোগ বন্ধ হয়ে অবিলম্বে এলাকায় শান্তি ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন৷