কলকাতা: ভোররাত থেকে টানা বৃষ্টিতে নাজেহাল শহর তথা রাজ্যবাসী। লাগাতার বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই যায় মাঝে মধ্যে একটু কমে গেলেও পুরোপুরি থামেনি। কারণ গভীর থেকে আরো গভীর নিম্নচাপ হয়েছে। শক্তি বাড়ানোর পরেও নিম্নচাপ ওড়িশার ভেতরে ঢুকে পড়ায় বড়োসড়ো দুর্যোগ থেকে বেঁচে গিয়েছে বাংলা। কিন্তু টানা বৃষ্টিতে কলকাতা এবং তার সংলগ্ন এলাকা ভুগবে আগামী কয়েক ঘন্টা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ক্রমশ বাড়ছে ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা, কী বলছেন চিকিৎসকরা?
জানানো হয়েছে, সকাল থেকে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তার রেশ আপাতত চলবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরো ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। এত বৃষ্টির কারণে জলস্তর প্রায় দোতলা বাড়ির সমান হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সুতরাং শহর কলকাতা যে আবার জলে ভাসছে তাতে কোন সন্দেহ নেই। আরো আশঙ্কার ব্যাপার, এই নিম্নচাপের পেছনে আরও একটি নিম্নচাপ রয়েছে। যদি পরবর্তী ক্ষেত্রে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টি করতে পারে। তাই অনুমান করা হচ্ছে যে এই সপ্তাহে মোটামুটি ভাবে টানা বৃষ্টি হতে পারে। কমপক্ষে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। ইতিমধ্যে দুই মেদিনীপুর সহ বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। আদতে বৃষ্টির কমলা সর্তকতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ৩০ সেপ্টেম্বর তিন কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
তবে শুধু পশ্চিমবঙ্গের এই অবস্থা তা নয়। ওড়িশা ছাড়াও, গুজরাট রাজ্যে অন্য একটি নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়েছে এবং সেখানেও লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে। জানা গিয়েছে, স্বাভাবিকভাবে সেপ্টেম্বরে যা বৃষ্টি হয় তার তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে মাত্র ৮ ঘণ্টায়! রাস্তাঘাট ভেসে গিয়েছে এমনকি যাতায়াতব্যবস্থা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে রাজ্যের বেশ কয়েকটি এলাকায়।