পুজোর মরশুমে সুখবর! আজ থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’

পুজোর মরশুমে সুখবর! আজ থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’

b82a41c25a6a270a8583f2e223e4cb75

 

কলকাতা: উৎসবের মরশুমে রাজ্যজুড়ে খুশির খবর৷ আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল৷ রাজ্য সরকারের কাছে এটি পাইলট প্রজেক্ট৷  বেশ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়ায় মামলা গড়িয়েছে আদালতে৷ তবে মামলা হলেও কোনও ভাবেই পাইলট প্রজেক্ট আটকাচ্ছে না বলেই খাদ্য দফতর সূত্রে খবর৷ 

আরও পড়ুন-টাকার জন্য এবার সন্তানকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ মায়ের বিরুদ্ধে

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ‘‘আজ থেকে ৩ হাজারের কিছু বেশি রেশন দোকানে ট্রায়াল শুরু হবে৷ মানুষের দুয়ারে পৌঁছবে রেশন৷ এই বিষয়ে ২ জন মামলা দায়ের করেছেন৷ কিন্তু রাজ্য সরকার কোনও মামলা করেনি৷ তাই ট্রায়াল চলবেই৷’’ তিনি আরও জানান পাকাপাকি ভাবে গোটা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে৷ সেই সময়ের মধ্যে রেশন ডিলারদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়া হবে৷ আপাতত ট্রায়ালের মাধ্যমে পরিস্থিতি বুঝে নিতে চাইছি আমরা৷’’  

এরই মধ্যে প্রতি কুইন্টাল খাদ্যশস্যে ৫০ টাকা কমিশন বাড়ানো হল। এতদিন প্রতি কুইন্টাল খাদ্যশস্যের জন্য ৭৫ টাকা করে কমিশন পেতেন রেশন ডিলাররা। এবার সেটা বাড়িয়ে ১২৫ টাকা করা হচ্ছে। বায়োমেট্রিক করতে হলে কুইন্টাল প্রতি মিলবে আরও ২৫ টাকা৷ সব মিলিয়ে ডিলাররা ২০০ টাকা দেওয়ার দাবি জানালেও, তা ১২৫ টাকা হয়েছে৷ এর ফলে  রাজ্যের প্রায় ৩১০০ রেশন ডিলার উপকৃত হবেন। 

আরও পড়ুন- কাজের দাবিতে হলদিয়া কারাখানায় বিক্ষোভ জমিহারা উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

এদিকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হবে গাড়ি৷ রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সাফ জানিয়ে দিয়ছেন, “ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আমরা গাড়ি কিনব না। ৩-৪ লক্ষ টাকা খরচ করে গাড়ি কেনা তো আমাদের পক্ষে সম্ভব নয়।’’ তবে  ডিলারদের এই বক্তব্য মানতে চাননি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, “গাড়ি কেনার জন্য রাজ্য সরকার গতিধারা প্রকল্পে এক লক্ষ টাকা দেবে৷ গাড়ি কেনানোর ব্যবস্থাও রাজ্য সরকার করবে৷ হাকি টাকাটা দেবে রেশন ডিলাররা৷ যাঁরা গাড়ি নেবেন, তাঁরাই গাড়ির মালিক হয়ে যাবেন৷ রেশন সরবরাহের পাশাপাশি তাঁরা অন্যন্য কাজেও সেই গাড়ি ব্যবহার করতে পারবে৷ এতে রাজ্য বাধা দেবে না৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *