বালখ: যেমন কর্ম, তেমন ফল কথাতেই আছে। আর এই ক্ষেত্রে যেন হলও ঠিক তাই। মসজিদে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে মৃত্যু হল ৩০ জঙ্গির! ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের বালখ প্রদেশে। কীভাবে বোমা, মাইন তৈরি করা যায় সেই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওই মসজিদে। সেই বোমা ফেটেই মৃত্যু ৩০ তালিবান জঙ্গির। এই খবর ছড়িয়ে পড়তেই রসিকতা শুরু হয়েছে সর্বত্র। বলা হচ্ছে, জঙ্গিদের ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বিফলে গেছে।
আফগান সেনা সূত্রে খবর, বালখ প্রদেশের দৌলতাবাদ জেলার কুলতাক গ্রামের একটি মসজিদে ঘটনাটি ঘটেছে গত শনিবার। এই বিস্ফোরণের ঘটনায় যেখানে ৩০ তালিবান জঙ্গি মারা গিয়েছে যাদের মধ্যে ৬ জন বিদেশিও ছিল! প্রত্যেকে মাইন বিশেষজ্ঞ হিসেবে সেখানে অন্যদের বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ দিচ্ছিল। বিস্ফোরণের ব্যাপক তীব্রতা থাকায় এখনও পর্যন্ত কারোর পরিচয় জানা সম্ভব হয়নি। চলতি মাসেই আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। এছাড়া পরপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যেই।
বিগত বেশ কিছু সময় ধরেই তালিবানদের জন্য অশান্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে গোটা আফগানিস্তান জুড়ে। সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে যেখানে মার্কিন প্রশাসন মধ্যস্থতা করছে। কিন্তু সেইভাবে ইতিবাচক কোনো রকম ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এদিকে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এই বিস্ফোরণ কাণ্ডের জেরে একটা বিষয় পরিষ্কার যে এখনো সেখানে তালিবানীদের ত্রাস বর্তমান। কারণ যে পরিমাণ বিস্ফোরক মসজিদে মজুদ ছিল এবং বিস্ফোরণের মাত্রা দেখে যা বোঝা যাচ্ছে তাতে বড়োসড়ো হামলার ছক ছিল তা বলাই বাহুল্য।