ভবানীপুরে জনসংযোগে মমতা, শিখ সম্প্রদায়ের মন ছুঁতে পৌঁছলেন গুরুদ্বারে

ভবানীপুরে জনসংযোগে মমতা, শিখ সম্প্রদায়ের মন ছুঁতে পৌঁছলেন গুরুদ্বারে

কলকাতা:  ভবানীপুরে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকেলে ভবানীপুরে হরিশ মুখার্জী রোডের গুরুদ্বারে যান তিনি৷ সেখানে পুজো দেন তৃণমূল সুপ্রিমো৷ জানা গিয়েছে পুজোর জন্য লাড্ডু ও জিলাপি পাঠিয়েছেন তিনি৷ অন্যদিকে, শান্তিকুঞ্জে পৌঁছতেই তাঁকে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানান শিখ সম্প্রদায়ের মানুষরা৷

আরও পড়ুন- হিংসার ঘটনা রুখতে তৎপর রাজ্য, আইনশৃঙ্খলা ইস্যুতে বৈঠক

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে নির্বাচনের উত্তাপও তুঙ্গে৷ উল্লেখ্য ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ৷ শিখ বা পাঞ্জাবি ভোটারের সংখ্যা প্রায় ৫ হাজার৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিয়েছেন৷ তিনি মসজিদেও গিয়েছেন৷ আজ গুরদ্বারে যান তিনি৷ তাঁর সঙ্গে রয়েছেন সাংসদ মালা রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়৷ তিনি আবার ভবানীপুরে ভোটের দায়িত্বেও রয়েছেন৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে শুভকামনা জানাতে এসেছি৷ এর আগেও এই গুরুদ্বারে এসেছি৷ এখানে এলে মন শান্ত হয়ে যায়৷ পঞ্জাবেও গুরুনানকের অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়েছে৷ পঞ্চাবের ইতিহাস বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে৷ পঞ্জাবের সঙ্গে বাংলার সম্পর্ক বহু পুরনো৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে গান লিখেছিলেন তার শুরুও হয়েছিল পঞ্জাব থেকে৷ পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ৷ তিনি শিখ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে আরও বলেন, আপনাদের যা যা প্রয়োজন খালি আদেশ করবেন, তা পূরণের চেষ্টা করা হবে৷ এদিন পাঞ্জাবিদের হালুয়ার প্রশংসাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =