ভোট পরবর্তী হিংসা মামলা: হলদিয়ায় সিবিআইয়ের দফতরে সুফিয়ান

ভোট পরবর্তী হিংসা মামলা: হলদিয়ায় সিবিআইয়ের দফতরে সুফিয়ান

bccea9bd90798256f2aa125fec8106b2

 

হলদিয়া: পূর্ব নির্ধারিত ঘোষণানুযায়ী লক্ষ্মীবারে হলদিয়ায় সিবিআই দফতরে হাজির হলেন নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান৷ নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার তদন্তে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে তলব করেছি সিবিআই। সেইমতো হলদিয়া সিবিআইয়ের দপ্তরে পৌঁছান নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সিবিআইয়ের দফতরে ঢোকার মুখে তিনি বলেন, ‘‘আমরা হিংসার পক্ষে নয়৷ ফলে যা জানি সেটাই বলব৷’’

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় রক্ত ঝরেছিল নন্দীগ্রামেও৷ সেখানে রাজনৈতিক সংঘর্ষে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যু হয়৷ ওই ঘটনায় অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূলের দিকে৷ ওই খুনের মামলার তদন্তে বেশ কয়েকবার নন্দীগ্রাম ঘুরে গিয়েছেন গোয়েন্দারা৷ কথা বলেছেন নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গেও৷ এবার ওই মামলাতেই সুফিয়ানকে ডাকা হল বলে সূত্রের খবর৷

এছাড়াও নন্দীগ্রামে একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনাও অব্যাহত৷ সূত্রের খবর: ওই খুনের ঘটনা এবং চলতে থাকা ধারাবাহিক হিংসার বিষয়েই এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে জেরা করবে সিবিআই৷ ২০০৭ সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের প্রথমসারির এই নেতা এবারের ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টও ছিলেন৷

স্বভাবতই, হলদিয়ার দিকে নজর রাখছেন জেলা রাজনীতির কারবারিরা৷ যদিও সুফিয়ানকে সিবিআইয়ের তলবকে ঘিরে সতর্ক বিজেপিও৷ বিজেপির নন্দীগ্রামের নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি পুলয় পালের সাবধানী মন্তব্য, ‘‘এটা কোন রাজনৈতিক বিষয় নয়। আইন আইনের পথে চলবে৷ ফলে এবিষয়ে কোনও মন্তব্য করব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *