বিজেপি নেতাদের নরকের কীটের সঙ্গে তুলনা করলেন কুণাল

বিজেপি নেতাদের নরকের কীটের সঙ্গে তুলনা করলেন কুণাল

977b232bc0ead5048703347398649a28

ত্রিপুরা: বিজেপি নেতাদের নরকের কীটের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের পশ্চিমবঙ্গের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ৷ তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলায় ১৫ তারিখের পদযাত্রা কর্মসূচি বাতিল করতে হয়েছে বিজেপির ‘ষড়যন্ত্রে’৷ এরই প্রতিবাদে এদিন আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে এক মৌন অবস্থান কর্মসূচী পালন করে তৃণমূল৷ সেখানেই একথা বলেন কুণাল৷

কুণাল বলেন, ‘‘বিজেপির লোকজনরা হচ্ছে নরকের কীট৷ কাপুরুষ৷ মেরুদন্ড নেই। আগরতলার সব কয়েকটি হোটেলে হোটেলে গিয়ে বিজেপির লোকজনরা বলছে, তৃণমূলের লোকেরা যাতে হোটেলে না থাকতে পারে৷ বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।’’ এরপরই প্রশ্ন তুলেছেন, ‘‘এত ভয় কিসের বিজেপির? ত্রিপুরায় যদি তৃণমূলের কোনও শক্তি নেই. তাহলে ওরা এভাবে ভয় পেয়ে আমাদের আটকাচ্ছে কেন?’’ মুচকি হেসে বলেছেন, ‘‘আসলে ওরাও বুঝতে পারছে পরাজয় বেশি দূরে নেই৷’’

মঙ্গলবার কলকাতা দক্ষিনেশ্বর কালীমন্দিরে গিয়ে পুজো দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সেই প্রসঙ্গ মনে করিয়ে কুণাল বলেন, ‘‘কই ওঁনার ওপর কি কোনও আক্রমণ হয়েছে? হয়নি৷ আর ত্রিপুরায় যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তখন গোটা রাস্তার ওপর ওরা ১৩ বার হামলা করেছে৷ ওদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক কলকাতার দক্ষিনেশ্বর কালী মন্দিরে গিয়ে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নামে কুৎসা করলেন৷ তারপরও কেউ বাধা দেয়নি৷ তাহলে বিজেপিই বলুক, কোথায় গণতন্ত্র আছে?’’ খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, ‘‘যাঁরা গণতন্ত্র মানে না, তাঁরা আবার কি গণতন্ত্র শেখাবে?’’ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী পারমিতা সেন, জয়া দত্ত, আশিসলাল সিংহ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *